সকাল থেকেই কালো মেঘে ঢাকা বাংলার আকাশ, দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ ভারী বৃষ্টির দাপট দেখা না গেলেও, শহর জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আবহাওয়া অফিস (weather office) জানিয়েছে, উত্তরবঙ্গে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বন্যা এবং ধস নামারও সম্ভাবনা রয়েছে বেশকিছু এলাকায়।

monsoon delhi 1623911092

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা31° C
সর্বনিম্ন তাপমাত্রা28° C
আদ্রতা91%
বাতাস14 km/h
মেঘে ঢাকা89%

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে আংশিক থেকে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

নিম্নচাপের জেরে উত্তরের বেশকিছু এলাকায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। যার ফলে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনার কারণে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। প্রবল বৃষ্টির জেরে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নদী ছাপিয়ে গিয়ে প্লাবনের আশঙ্কাও রয়েছে। আবার ধস নামারও সম্ভাবনা রয়েছে।

vbjvvjv

উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দক্ষিণের আকাশে ভারী বর্ষণের কালো মেঘ আপাতত নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে সকাল থেকে হালকা মেঘাচ্ছন্ন আকাশ দেখা গেলেও, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদীয়ায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও, কলকাতাতে সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে আংশিক থেকে মূলত মেঘলা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।


Smita Hari

সম্পর্কিত খবর