বাংলাহান্ট ডেস্ক: ‘করুণাময়ী রাণী রাসমণি’ (karunamoyee rani rasmoni) সিরিয়ালে আবারো এক বড় মোড়। রাণীমা অর্থাৎ দিতিপ্রিয়া রায়ের বিদায়ের পর থেকে বেশ ঝিমিয়ে পড়েছিল এই জনপ্রিয় সিরিয়াল। অনেকেই দাবি করেছিলেন দিতিপ্রিয়াকে ছাড়া এই সিরিয়ালের প্রাণটাই আর নেই। কিন্তু রাসমণি উত্তর পর্বে জনপ্রিয়তার রাশ তখনো ধরে রেখেছিলেন রামকৃষ্ণ ওরফে সৌরভ সাহা এবং মথুরবাবু ওরফে গৌরব চট্টোপাধ্যায় (gourab chatterjee)। দীর্ঘদিন ধরে এই সিরিয়ালের অংশ গৌরব। কিন্তু তাঁর সফরও এবার শেষের মুখে।
বিদায় নিচ্ছেন রাসমণির সেজ জামাই মথুরামোহন। সম্প্রতি প্রকাশ্যে আসা ঝলকে মিলেছে তারই ইঙ্গিত। মথুরের বিদায়ের পর দক্ষিণেশ্বর কালী মন্দিরে আগমন ঘটবে মা সারদার। তখন শুধুই শ্রীরামকৃষ্ণ ও মা সারদাকে নিয়ে আবর্তিত হবে সিরিয়ালের কাহিনি। আর এ ঝলক প্রকাশ্যে আসতেই ফের শোরগোল শুরু দর্শক মহলে।
মথুরের বিদায় নেওয়ার কথা শুনতেই ভেঙে পড়েছেন অনেক অনুরাগী। আবার কয়েকজন মেনেও নিয়েছেন এই বদল। সিরিয়াল এগিয়ে নিয়ে যেতে যেটা বাস্তব সেটাই দেখাতে হবে নির্মাতাদের। তার জন্য প্রিয় চরিত্রদের আর না দেখতে পাওয়ার যন্ত্রণা সহ্য করতে হবে বইকি। তাই এটা অনেকের কাছে ‘কঠিন বাস্তব’।
https://www.instagram.com/p/CSzSl4jpIjP/?utm_medium=copy_link
আপাতত সিরিয়ালে দেখানো হচ্ছে রাসমণির ছোট মেয়ে জগদম্বা মৃত্যুশয্যায়। মথুরের আবেদন শুনে মা কালীর কাছে জগদম্বার প্রাণভিক্ষা করেন শ্রীরামকৃষ্ণ। তবে মথুরের বিদায়ক্ষণ এখনো উপস্থিত হয়নি সিরিয়ালে। সম্ভবত খুব শীঘ্রই তা দেখানো হবে। দিতিপ্রিয়া বিদায় নিয়ে সিরিয়ালের টিআরপিতে বড় পরিবর্তন দেখা গিয়েছিল। তবে এখনো পর্যন্ত প্রথম দশের মধ্যে টিআরপি ধরে রাখতে সক্ষম হয়েছে এই সিরিয়াল। তবে দর্শকদের একাংশের মতে মথুর বিদায় নিলে টিআরপি আরো কমতে পারে রাণী রাসমণির।