বাংলাহান্ট ডেস্কঃ তালিবানদের (taliban) নির্দেশে ফিরে গেলেও, অবশেষে আফগানিস্তান থেকে ৭২ জন শিখ এবং হিন্দুদের নিয়ে আসা হচ্ছে ভারতে (india)। তালিবানদের হাত থেকে মুক্তি পেয়ে, ভারতে আসতে পেয়ে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (narendra modi)।
সম্প্রতি কাবুল বিমান বন্দর থেকে তালিবানদের নির্দেশে ফিরে আসতে হয়েছিল ৭২ জন আফগানিস্তানের শিখ, হিন্দুদের একটা ব্যাচকে। এই দলটা প্রাণ ভয়ে আফগানিস্তান থেকে ভারতের ফিরে আসার জন্য ১২ ঘন্টার ওপর বসেছিল কাবুল বিমানবন্দরে। ভারতীয় বায়ুসেনার বিমানে করে ভারতে ফেরার কথা থাকলেও, শেষ মুহূর্তে তাঁদের আটকে দিয়েছিল তালিবানরা।
তাঁদের দাবি ছিল, এরা আফগান। তাই এদের ভারতে যেতে দেওয়া হবে না। এরপর গোটা দলটাকে কাবুলের গুরুদ্বার দশমেশ পিতা গুরু গোবিন্দ সিং জি কারতে পারওয়ানে নিয়ে যাওয়া হয়। সেই দলে ছিলেন আফগান সেনেটর সেনেটর আনারকলি কউর, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি নরেন্দ্র সিং খালসাও।
Afghan Senator Dr. Anarkali Kaur Honaryar confirms that she too is on way to New Delhi. Earlier it was reported that 72 #Afghan Hindus and Sikhs were stopped by #Talibans from boarding IAF flight to India from #KabulAiport pic.twitter.com/V2WlXykEvu
— ABHIJIT CHOWDHURY (@ABHIJIT22704637) August 21, 2021
তবে এবার তাঁদের ভারতে নিয়ে আসতে সক্ষম হল ভারত সরকার। জানা গিয়েছে, গতকাল রাতে তাঁরা আবারও কাবুল বিমানবন্দরে আসেন। এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ভারতে আনা হচ্ছে এই ৭২ জন আফগান শিখ এবং হিন্দুদের। পাশাপাশি আফগানিস্তান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য, প্রতিদিন দু’টি করে বিমান সেখানে ওঠা নামা করার অনুমতি দিল তালিবানরা।
Afghan MP Narender Singh Khalsa thanks Indian Government for rescuing him and Afghan Sikh minority community from Taliban in Kabul tonight. His father Avtar Singh was killed in a 2018 terror attack in Jalalabad. #AfghanistanCrisis #Afganistan #KabulAiport pic.twitter.com/2MJN4JJJlV
— ABHIJIT CHOWDHURY (@ABHIJIT22704637) August 21, 2021
ভারতে আসতে পেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন আফগান সেনেটর সেনেটর আনারকলি কউর, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি নরেন্দ্র সিং খালসাও। ভারতে আফগান শিখদের আশ্রয় দেওয়ার জন্য, প্রধানমন্ত্রী মোদী জিকে অনেক ধন্যবাদ জানান তাঁরা।