আফগানিস্তানের ভয়াবহ পরিস্থিতি দেখে উদ্বিগ্ন ঋতুপর্ণা, সোশ্যাল মিডিয়ায় অভিনব উপায়ে জানালেন প্রতিবাদ

বাংলা হান্ট ডেস্কঃ গত রবিবার অর্থাৎ ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা ভারতবর্ষ জুড়ে যখন দেশের জাতীয় পতাকা উড়ছে ঠিক তখনই আফগানিস্তানের বুকে তালিবানি নিশান ওড়াতে শুরু করে তালিবানরা। গোটা আফগানিস্তান তালিবানদের দখলে যাওয়ার পর থেকেই আফগানিস্তানের বাতাসে বইছে বারুদের গন্ধ। কবে এই অসহায় পরিস্থিতি থেকে মুক্তি মিলবে কেউ জানেনা।

তালিবানদের ভয়ে কাঁটা গোটা আফগানিস্তান।
তাঁদের কবল থেকে মুক্তি পেতে ইতিমধ্যেই দেশ ছেড়েছেন সেদেশের অসংখ্য নাগরিক। প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা করতে গিয়ে হুড়োহুড়িতে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন অনেকেই। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলতে কাবুলের হামিদ কারজ়াই আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক মর্মান্তিক দৃশ্যের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব।

পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে সেদেশে আম জনতা থেকে সেলিব্রেটি ভাল নেই কেউই। প্রাণভয়ে দেশ ছাড়ার মরিয়া চেষ্টায় আফগানিস্তারাস্তায় দৌড়তে দেখা গিয়েছে আফগান পরিচালক সাহরা করিমিকে (Sahraa Karimi)। অন্যদিকে কোনও মতে প্লেনে করে দেশ ছেড়েছেন আফগানিস্তানের ( পপ তারকা আরিয়ানা সইদ (Aryana Sayeed)।

অশান্ত এই পরিস্থিতিতে আফগানিস্তানের অসহায় মানুষের জন্য উদ্বিগ্ন গোটা বিশ্ব। আফগানিস্তানের বাসিন্দাদের জন্য প্রার্থনা করছেন গোটা বিনোদন জগত। এবার এই অশান্ত পরিস্থিতিতে অসহায় আফগান বাসীদের জন্য নিজের মতো করে প্রতিবাদ জানালেন বাংলা সিনেমা জগতের প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)।

ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ার তিনটি অ্যাকাউন্টেই প্রোফাইল ছবি বদলে দিয়েছেন অভিনেত্রী। কালো ব্যাকগ্রাউন্ডে ‘সেভ আফগানিস্তান’ লেখা একটি ছবিকেই নিজের প্রতিবাদের ভাষা হিসাবে বেছে নিয়েছেন ঋতুপর্ণা। কিছুদিন আগেই এপ্রসঙ্গে বার্তা দিতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লিখেছিলেন ‘চূড়ান্ত হতাশ আর হতবম্ব! প্রতিবাদের ভাষা জানা নেই…বিকৃতমনের মানুষগুলোর হাতে সবকিছু! কোথায় রাষ্ট্রসংঘ? নিরাপত্তা পরিষেবা? অদ্ভূত বিশ্বের রাজনীতি! সীমান্তের অবস্থাও তথৈবচ… মনে হচ্ছে প্রাগৈতাহিসক যুগে চলে গিয়েছি।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর