বাংলাহান্ট ডেস্ক: বলিউডে বিতর্কিত অভিনেত্রীদের তালিকায় প্রথম সারিতেই নাম আসবে স্বরা ভাস্করের (swara bhaskar)। নিজের অভিনয় দক্ষতার জন্য যতটা না, তার থেকে বেশি বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে মন্তব্য করে চর্চাম উঠে আসেন তিনি। অতীতে জেএনইউ, জামিয়া মিলিয়া, করোনা আবহে নিজামুদ্দিনে জমায়েত এবং হালফিলে আফগানিস্তানে তালিবানি শাসনকে ভারতে হিন্দুত্ববাদীদের সঙ্গে তুলনা করে নেটনাগরিকদের রোষের মুখে পড়েছেন স্বরা।
এ তো গেল রাজনৈতিক বিতর্কের কথা। বিভিন্ন ছবিতে নিজের অভিনয়কে জড়িয়েও ট্রোলড হয়েছেন তিনি। তার মধ্যে অন্যতম ‘ভীরে দি ওয়েডিং’ ছবিতে বিতর্কিত হস্তমৈথুনের দৃশ্য। স্বরা অভিনীত এই দৃশ্যটি নিয়ে তুমুল বিতর্ক, সমালোচনা হয়েছিল নেটমহলে। ২০১৮ তে মুক্তি পেয়েছিল ভীরে দি ওয়েডিং। তিন বছর কেটে গেলেও এখনো ট্রোলের হাত থেকে নিস্তার পাননি অভিনেত্রী।
নেটদুনিয়ার বরাবরই স্পষ্ট ভাষায় কথা বলতে পছন্দ করেন স্বরা। নিজের রাজনৈতিক মত নিয়ে তিনি স্বচ্ছ। বহুবার কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করতে দেখা গিয়েছে তাঁকে। ঝামেলায় জড়িয়েছেন কঙ্গনা রানাওয়াতের সঙ্গেও। স্বরাকে ‘বি গ্রেড অভিনেত্রী’র তকমা দিয়েছিলেন কঙ্গনা। এবারেও স্বরার সোজাসুজি মন্তব্য ঘিরে চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়।
অতি সম্প্রতি তিন বছর পূর্ণ হয়েছে ভীরে দি ওয়েডিংয়ের। স্বরা ছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন করিনা কাপুর খান, সোনম কাপুর এবং শিখা তালসানিয়া। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে স্বরা লেখেন, ‘সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একটি ভার্চুয়াল পাবলিক স্পেস, ঠিক যেমন রাস্তা ও রেস্তোরাঁ। কিন্তু প্রকাশ্যে যে নূন্যতম ভদ্র সভ্য আচরণ করা হয় অনলাইনে সেটুকুও হয় না। ভীরে দি ওয়েডিং এর পর থেকে আমি একটি ফুলের ছবি পোস্ট করলেও মানুষ সেখানে হস্তমৈথুন বা আঙুলের প্রসঙ্গ টেনে আনেন। এটা খুবই নোংরা আচরণ এবং সাইবার যৌন হেনস্থার মধ্যে পরিগণিত হয়। এই কারণেই অনলাইনে আমি কম সক্রিয় থাকি। ভার্চুয়াল পাবলিক স্পেসটা ঘৃণা, সমালোচনায় ভরে যাক সেটা আমরা হতে দিতে পারি না।’
https://www.instagram.com/p/CSzbmlUoV4q/?utm_medium=copy_link
প্রসঙ্গত, এরপর সির কোরমা ছবিতে দেখা যাবে স্বরাকে। সমকামী সম্পর্কের উপর ভিত্তি করে তৈরি ছবির গল্প। তাঁর বিপরীতে রয়েছেন বিদ্যা বালন। ইতিমধ্যেই বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ছবিটি। তবে ভারতে এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে এই ছবি।