শ্রীলেখার সঙ্গে ডেটে যাওয়ার লোভে সারমেয় শিশুকে দত্তক নিয়ে খুন! রেড ভলান্টিয়ারকে তুলোধনা অভিনেত্রীর

বাংলাহান্ট ডেস্ক: পথপশুকে যে দত্তক নেবে তার সঙ্গেই ডেটে যাবেন, এমনি শর্ত রেখেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (sreelekha mitra)। পশুপ্রেমী অভিনেত্রীর বক্তব‍্য ছিল, এভাবে যদি পথপশুদের একটা আশ্রয়, একটু ভালবাসা মেলে তাতে তো ক্ষতির কিছু নেই। কিন্তু এর জেরে যে এত বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি শ্রীলেখা।

অভিনেত্রীর শর্ত মেনে একটা সারমেয় শিশুকে দত্তক নিয়েছিলেন রেড ভলান্টিয়ার শশাঙ্ক ভাভসর (shasanka bhavsar)। কথা রেখেছিলেন শ্রীলেখা। কফি ডেটে গিয়েছিলেন দুজন। সেই ডেটের ছবি তুমুল ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। কিন্তু ডেট মিটতেই দুঃসংবাদ দিলেন শশাঙ্ক। মৃত‍্যু হয়েছে টুম্পার! শ্রীলেখার ডাক নামের সঙ্গে মিলিয়ে সারমেয় শিশুটির নাম টুম্পা রেখেছিলেন শশাঙ্ক।

IMG 20210824 132546
এদিন ফেসবুকে শশাঙ্ক দুঃসংবাদ জানিয়ে লেখেন, টুম্পা আর আমাদের মাঝে নেই। কিন্তু তার আগেই দময়ন্তী সেন ফেসবুক লাইভ করে অভিযোগ করেন, শশাঙ্ক খুন করেছেন ছোট্ট সারমেয়টিকে। তাঁর অভিযোগ, শ্রীলেখা মিত্র সুস্থ একটি সারমেয় শিশুকে দিয়েছিলেন দত্তক নেওয়ার জন‍্য। আর তাকে খুন করেছেন শশাঙ্ক।

দময়ন্তী নাকি মাঝে মাঝেই সারমেয় শিশুটির খোঁজ খবর নিতে চাইতেন। কিন্তু শশাঙ্ক কোনো খবরই দিতেন না। এমনকি সোমবারও শশাঙ্ক জানিয়েছিলেন ভাল আছে টুম্পা। পুরনো একটি ভিডিও পাঠিয়েছিলেন। দময়ন্তী নতুন ভিডিও পাঠাতে বললে কোনো উত্তর দেননি শশাঙ্ক। আর রাতেই তিনি দাবি করেন, দুর্ঘটনায় মৃত‍্যু হয়েছে সারমেয় শিশুর।

IMG 20201202 172611
দময়ন্তীর প্রশ্ন, ছোট্ট এক সারমেয় যদি বাড়িতেই থাকে তাহলে তার দুর্ঘটনা ঘটে কীকরে? তাঁর অভিযোগ, শ্রীলেখার সঙ্গে ডেটে যাওয়ার জন‍্যই সারমেয় শিশুটিকে দত্তক নিয়েছিলেন শশাঙ্ক। প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রীও। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ তিনি। সোশ‍্যাল মিডিয়ায় শশাঙ্কের বিরুদ্ধে তোপ দেগে তিনি প্রশ্ন ছুঁড়েছেন, ‘শশাঙ্ক রেড ভলান্টিয়ার না তুমি? আমার থেকে যে কুকুরের বাচ্চাটাকে নিলে তার হদিশ দাও। এত বড় সাহস তোমার হ‍্যাঁ! বাচ্চাটাকে রাখতে না পারলে নিয়েছিলে কোন স্পর্ধায়? আমার সঙ্গে ডেটে যাওয়ার লোভে? ছি তুমি রেড ভলান্টিয়ারের নামে কলঙ্ক। তোমায় হাতের সামনে পেলে মেরেই ফেলতাম।’

শ্রীলেখা বলেন, ‘বদমাশ’টাকে সারমেয় শিশুটিকে রাখতে দিয়ে নিজেকে ক্ষমা করতে পারছেন না তিনি। অবশ‍্য দময়ন্তীর লাইভের কিছুক্ষণ পরেই শশাঙ্ক আবার লেখেন, নিজের ভুল মেনে নিচ্ছেন তিনি। শ্রীলেখার কমেন্ট বক্সেও ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। সকলেরই বক্তব‍্য, এই জঘন‍্য অপরাধ যেন ক্ষমা না করা হয়।

Niranjana Nag

সম্পর্কিত খবর