উন্মুক্তের পর এবার ফের ভারতকে বিদায় জানিয়ে আমেরিকার পথে ছোটদের বিশ্বকাপজয়ী ক্রিকেটার

বাংলা হান্ট ডেস্কঃ বিসিসিআই আগেই পরিষ্কার জানিয়েছিল বিদেশি লিগে খেলতে হলে ভারতীয় ক্রিকেট থেকে অবসর গ্রহণ করতে হবে খেলোয়াড়দের। সেই সূত্র ধরেই কার্যত সামনে আসছে একের পর এক তরুণ ক্রিকেটারদের রিটায়ারমেন্ট। এর আগে ২০১২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক উন্মুক্ত চাঁদের অবসর গ্রহণ সকলকে হতবাক করে দিয়েছিল। কারণ আমেরিকার লিগ খেলার জন্য মাত্র ২৮ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটকে বিদায় জানিয়ে ছিলেন এই খেলোয়াড়। ফের একবার এই তালিকায় যুক্ত হল আরেকটি নাম।

এবার তালিকায় যুক্ত হলেন হারমিত সিংহ। ২০১২ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতা ভারতীয় দলের সদস্য ছিলেন তিনিও। এই স্পিনার উন্মুক্তের অধিনায়কত্বে খেলেছেন বহু ম্যাচ। কিন্তু এবার ভারতীয় ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন তিনি। জানা গিয়েছে, এর পিছনে একটি বড় কারণ হল অর্থাভাব। শুধু তাই নয়, ভারতীয় জার্সি পড়ে ছোটদের বিশ্বকাপজয়ী এই খেলোয়াড় স্বপ্ন দেখেছিলেন ভারতীয় দলে আসার। কিন্তু সুযোগ পাননি। এমনকি ঘরোয়া লিগেও সেভাবে সুযোগ আসেনি হারমিতের কাছে। আইপিএলে মাত্র একটি ম্যাচেই রাজস্থান রয়্যালসের হয়ে সুযোগ পেয়েছিলেন এই স্পিনার।

আর তাই এবার আমেরিকার সিয়াটল থান্ডারবোল্টের দলের সঙ্গে তিন বছরের চুক্তি করলেন তিনি। জানা গিয়েছে ২০২৩ সাল থেকে এই দলের হয়ে মাঠে নামবেন হারমিত। এই স্পিনার ভারতে ৩১ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে শিকার করেছিলেন ৮৭টি উইকেট। সাথে সংগ্রহ করেছিলেন ৭৩৩ রান, রয়েছে একটি শতরানও। প্রশ্ন হল, দেশের ক্রিকেটকে বিদায় জানাতে হচ্ছে কেন?

IMG 20210824 142347

হারমিতের মতে, সিনিয়র দলে সুযোগ না পাওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন তিনি। সাথে সাথেই ঘরোয়া ক্রিকেটে সুযোগ কমে আসছিল বাঁহাতি এই অর্থোডক্স স্পিনারের জন্য। সেই কারণেই উন্মুক্তের মত ২৮ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটকে বিদায় জানিয়ে আমেরিকায় স্বপ্নসন্ধানে পাড়ি দিচ্ছেন তিনি। ভারতে ক্রিকেট এতটাই জনপ্রিয় যে প্রায় সকলেই স্বপ্ন দেখেন ভারতের নীল জার্সি হাতে ছোঁয়ার। কিন্তু তা সম্ভবপর নয়। সেক্ষেত্রে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে এই সিদ্ধান্ত কঠিন হলেও এ ছাড়া কোন উপায় নেই। কিন্তু যেভাবে তরুণ ক্রিকেটারদের রিটায়ারমেন্টের সংখ্যা বাড়ছে তা আগামী দিনে ভারতীয় ক্রিকেটের জন্য আশঙ্কার কারণ হতে পারে বলেই মনে করছেন অনেকে।

 

Abhirup Das

সম্পর্কিত খবর