বাংলা হান্ট ডেস্কঃ যাত্রীবোঝাই বাসের পিছনে ধাওয়া করে উদ্ধার (Recovered) হল তাজা বোমা (Fresh Bomb)। জানা গেছে গতকাল রাতে ঘটনাটি ঘটেছে আসানসোলের (Asansol) কুলটির কাছে ২ নম্বর জাতীয় সড়কে। এদিন একটি গোপন সূত্রে খবর পেয়ে রাত ১১ টা ১৫ নাগাদ পূর্ব বর্ধমানের পানাগড় থেকে যৌথভাবে বাসটির পিছু নেয় কুলটি থানার পুলিশ এবং পানাগড় সেনা ছাউনির গোয়েন্দা বিভাগের কর্মীরা।
ওই রাতেই বাসটির পিছু ধাওয়া করে কুলটির কাছে ডুবুরডিহি মোড়ে বাসটিকে আটক করে উদ্ধার হয় একটি ব্যাগবন্দি বোমা। তল্লাশি চালিয়ে ওই ব্যাগ থেকে উদ্ধার করা হয় কমপক্ষে ৩০টি তাজা দেশি বোমা। পুলিশ সূত্রে খবর ওই বোমা ছাড়াও বাস থেকে উদ্ধার হয়েছে আরও একটি ব্যাগ। সেই ব্যাগ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে।
সমস্ত কাগজপত্র ঘেঁটে জানা গেছে, বোমাগুলি কলকাতা থেকে ঝাড়খন্ডে এক ব্যক্তির কাছে পাঠানোর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সে ব্যাক্তির নাম সফি মহম্মদ। এছাড়াও চিরকুটে লেখা রয়েছে কলকাতার দুই ব্যক্তির নামও। সেইসাথে রয়েছে পাঁচ সংখ্যার একটি কোড নম্বর ১২৪৬১। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া ৩০টি বোমার প্রত্যেকটির মূল্য আনুমানিক ১ হাজার টাকা।
জানা গেছে ইতিমধ্যেই বোমা নিয়ে যাওয়ার ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক জনকে আটক করা হয়েছে। তবে ওই যাত্রীবাহী বাসের চালক-সহ বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাস থেকে উদ্ধার হওয়া বোমার মতো জিনিস গুলি সত্যিই বোমা কিনা তা খতিয়ে দেখছে পুলিস। তাই গোটা বিষয়টাই আপাতত তদন্ত সাপেক্ষ বলে জানা গেছে।