কোনও সমবেদনা নয়, ওঁরা বিজেপির ক্যাডার! বিষপান করা শিক্ষিকাদের নিয়ে বিস্ফোরক শিক্ষা মন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ কাল কলকাতার প্রকাশ্য রাজপথে দেখেছে এক বেনজির ঘটনা। বদলির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে আন্দোলনরত ৫ শিক্ষিকা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন সকলের সামনে। আপাতত তাদের তিন জন রয়েছেন আরজিকর মেডিকেল কলেজে এবং দুজন শিক্ষিকাকে ভর্তি করা হয়েছে এনআরএস হাসপাতালে। পাঁচজনের মধ্যে তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক। শিখা, জ্যোৎস্না এবং পুতুল নামের ওই তিন শিক্ষিকাকে ট্রানস্ফার করতে হয়েছে আইসিইউতে। বাকি দুজনের অবস্থা স্থিতিশীল হলেও, এই তিন শিক্ষিকার অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ক্ষতি হয়েছে লিভার এবং ফুসফুসেও।

এমতাবস্থায় এই বেনোজির ঘটনা নিয়ে মুখ খুললেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। আজ তার ফেসবুক পোস্টে কার্যত দেখা যায়নি কোনও ধরনের সমবেদনা। এমনকি শেষ পর্যন্ত আন্দোলনকারীদের বিজেপি ক্যাডার বলেও উল্লেখ করেন তিনি। তার মতে বাম আমলে কিছুই হয়নি, কিন্তু মমতার আমলে অনেক সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে শিক্ষকদের জন্য আর তাই “তারপরেও যারা আন্দোলন করছেন, তারা শিক্ষক শিক্ষিকা নন, বিজেপি ক্যাডার।”

আজ নিজের দীর্ঘ ফেসবুক পোস্টে বাম আমলে পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি লেখেন, “বাম সরকারের আমলে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের অধীনে SSK এবং MSK-র সহায়ক/সহায়িকা, সম্প্রসারক/সম্প্রসারিকারা নামমাত্র সাম্মানিক-এর বিনিময়ে কাজ করতেন। কাজের নিশ্চয়তা, আর্থিক নিরাপত্তা এবং অবসরকালীন সুযোগসুবিধা বলে কিছু ছিলো না।”

তার মতে মমতা ব্যানার্জির আমলে অনেক উন্নতি হয়েছে। সহায়ক সহায়িকাদের সাম্মানিক বাড়ানো হয়েছে। তিনি লেখেন, “কিন্তু মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার ১লা ডিসেম্বর, ২০২০ থেকে SSK এবং MSK-গুলিকে বিদ্যালয় শিক্ষা বিভাগের অধীনে এনে একটি সুসংবদ্ধ রূপ দেয়। সহায়ক সহায়িকাদের সাম্মানিক বাড়িয়ে মাসিক ১০৩৪০ টাকা এবং সম্প্রসারক/সম্প্রসারিকাদের সাম্মানিক বাড়িয়ে ১৩৩৯০ টাকা করা হয়। এছাড়াও বাৎসরিক ৩% বৃদ্ধি বা ইনক্রিমেন্ট চালু করা হয়েছে। প্রত্যেককে স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে নিয়ে আসা হয়েছে। যাঁরা ৬০ বছর বয়েসে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন, তাঁদের অবসরের সময়ে প্রত্যেকের জন্য ৩ লাখ টাকা এককালীন অবসর-ভাতা চালু করা হয়েছে।”

ওয়াকিবহাল মহলের মতে, শিক্ষামন্ত্রী যে তথ্য দিয়েছেন তাতে কোন অসুবিধা নেই। কিন্তু প্রকাশ্য রাজপথে আত্মহত্যার চেষ্টা করেছেন শিক্ষক-শিক্ষিকারা, তাদের প্রতি সমবেদনা না দেখিয়ে তাদেরকে বিজেপি ক্যাডার বলে দাগিয়ে দেওয়া কতখানি শোভন একজন শিক্ষামন্ত্রী পক্ষে? সেটাই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।

 

Abhirup Das

সম্পর্কিত খবর