‘ওকে নিজের মত বানাবেন না” মেয়ের ভিডিও পোস্ট করে নেটাগরিকদের রোষের মুখে শামিপত্নী হাসিন !

বাংলা হাট ডেস্কঃ মহম্মদ শামি এবং হাসিন জাহানের বিবাদের কথা কমবেশি সর্বজন পরিচিত। ২০১৮ সালে প্রথম এই বিবাদ সর্বসমক্ষে আসে। ক্রিকেটার শামির কেরিয়ারেও তখন ছিল একটি অত্যন্ত কঠিন মুহূর্ত। একদিকে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ভারতীয় দলে নিজের নাম ফের একবার পোক্ত করতে, আর অন্যদিকে পারিবারিক বিবাদেও রীতিমতো জর্জরিত হয়ে পড়তে হয়েছিল তাকে। কারন যৌন হয়রানি সহ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে তুলেছিলেন তার স্ত্রী। এখনও তাদের ডিভোর্স হয়নি ঠিক তবে নিজের মেয়েকে নিয়ে আলাদা থাকেন হাসিন।

সোশ্যাল মিডিয়াতেও তিনি দারুণ অ্যাকটিভ, প্রায়ই তাকে দেখা যায় নিজের এবং নিজের মেয়ের বেশ কিছু ছবি বা ভিডিও পোস্ট করতে। এর আগেও এ ধরনের ভিডিও নিয়ে বিতর্কে জড়াতে হয়েছে হাসিনকে। এবার ফের একবার তার পোস্ট করা একটি ইনস্টাগ্রাম ভিডিও নিয়ে শুরু হল বিতর্ক। ভিডিওটি অবশ্য তার মেয়ে বেবোর। এখানে হাসিন এবং শামির কন্যাকে দেখা যায়, একটি ডান্স স্টেপ অনুশীলন করছে সে। ভিডিও দেখে অনেকেই রীতিমতো ক্ষুব্ধ হাসিনের উপর।

কেউ কেউ বলছেন “ওকে নিজের মত বানাবেন না।” কেউ আবার বলছেন “এইসব শেখাবেন না বাচ্ছাটিকে।” সব মিলিয়ে এখন রীতিমতো বিতর্কের কারণ হয়ে উঠেছে শামি কন্যার ডান্স ভিডিওটি। তবে একই সঙ্গে ইনস্টাগ্রামে এই মুহূর্তে ভিডিওটি দারুণ জনপ্রিয় এ নিয়ে কোন সন্দেহ নেই। প্রসঙ্গত উল্লেখ্য, 2015 সালে জন্ম শামি এবং হাসিন কন্যা বেবোর। মেয়ে যে শামির কতটা প্রিয় তা এর আগেও সামনে এসেছে একাধিকবার।

https://www.instagram.com/p/CS6cDvMF2e3/?utm_medium=copy_link

IMG 20210826 135553

অন্যদিকে হাসিন বরাবরই থাকেন বিতর্কে। একদিকে যেমন শামির সঙ্গে বিচ্ছেদ মামলা নিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন তিনি। তেমনই আবার তার আগের বিবাহ নিয়েও সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল তাকে। ২০০২ সালে হাসিন প্রেমে পরি বিবাহ করেন এক দোকানদার শেখ সাইফুদ্দিনকে। ২০১০ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এর মাঝেই তার সম্পর্ক তৈরি হয় ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির সঙ্গে। এরপরের ঘটনা কম বেশি সকলেরই জানা।

 

Abhirup Das

সম্পর্কিত খবর