বাংলা হান্ট ডেস্কঃ ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই ভারতকে প্রতিরক্ষাবিষয়ক সরঞ্জাম নির্মাণের ক্ষেত্রে ভারতকে একটি হাব হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর মোদী সরকার। বিদেশ থেকে প্রতিরক্ষা বিষয়ক সরঞ্জাম কেনার ক্ষেত্রে অন্যান্য দেশগুলোর তুলনায় অনেকটাই বেশি নির্ভরশীল ভারত। আর তাই মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে আরও বেশি উৎসাহ দিতে এবং বেসরকারি উদ্যোগে ভারতে প্রতিরক্ষা সামগ্রী গড়ে তোলার ক্ষেত্রে এর আগেই অগ্রণী ভূমিকা নিয়েছে কেন্দ্র। সেই সূত্র ধরেই এবার মহিন্দ্রা গ্রুপের সঙ্গে একটি বড় চুক্তি করলো ভারত সরকার।
জানা গিয়েছে ভারতীয় নৌবাহিনীর জন্য এবার অত্যাধুনিক আইএডিএস তৈরি করবে মহিন্দ্রা। মহিন্দ্র তরফে জানানো হয়েছে, আধুনিক যুদ্ধজাহাজের জন্য এই আইএডিএস বা ‘ইন্টিগ্রেটেড সাবমেরিন ওয়ারফেয়ার ডিফেন্স স্যুট’ ভীষণ তাৎপর্যপূর্ণ। কারন এ ধরনের একটি বর্ম জলপথে যুদ্ধজাহাজকে প্রতিপক্ষের টর্পেডো এবং সাবমেরিন থেকে রক্ষা করতে সক্ষম। শুধু তাই নয় তা টর্পেডোর গতিকে অন্য দিকে ঘুরিয়ে দিতেও দক্ষ। এর জন্য কিছুদিন আগেই একটি খোলা টেন্ডারের আয়োজন করেছিল ভারত সরকার। এরপর সমুদ্রের মধ্যে নানাধরনের পরীক্ষা দিতে হয়েছে ইচ্ছুক কোম্পানিগুলিকে। সেই সূত্র ধরেই এবার টেন্ডার পেল মাহিন্দ্রা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে এই প্রকল্পে ১৩৪৯.৯৫ কোটি টাকা দিয়েছে ভারত সরকার।
কোন ভারতীয় বেসরকারি কোম্পানির সাথে এ ধরনের চুক্তি এই প্রথম। মাহিন্দ্রা ডিফেন্স সিস্টেমস লিমিটেডের চেয়ারম্যান এসপি শুক্লা বলেন,”এটি জলের নিচে বিপদ শনাক্ত করে বিপদ থেকে সম্পূর্ণ সুরক্ষা দিতে সক্ষম। প্রতিরক্ষা ক্ষেত্রে বেসরকারি কোম্পানির সঙ্গে এই ধরনের চুক্তি এই প্রথম। এটি “মেক ইন ইন্ডিয়া” প্রকল্পের একটি বড় সাফল্যের প্রতীক।” এটি এমন একটি স্যুট, যা ছোট বড় মাঝারি সমস্ত যুদ্ধ জাহাজের ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। এই ব্যবস্থা ভারতের সাবমেরিন বিরোধী যুদ্ধ ক্ষমতাকেযে আরও উন্নত করবে তা বলাই বাহুল্য।
অন্যদিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, “প্রতিরক্ষা সামগ্রী ক্রয় এবং নির্মাণের ক্ষেত্রে একটি ভারতীয় সংস্থার সঙ্গে এই চুক্তি আত্মনির্ভর ভারত মিশনকে আরও বেশি উৎসাহ দেবে।” তারা আরও জানিয়েছে, “”আইএডিএস শত্রু সাবমেরিন এবং টর্পেডোকে শনাক্ত করার পাশাপাশি শত্রু সাবমেরিন দ্বারা চালিত টর্পেডোর গতিপথ বদলে দেবারও ক্ষমতা রাখে।”