মহালয়ায় আবারো দূর্গা সাজছেন কোয়েল, ভাইরাল ছবি ঘিরে উত্তেজনা তুঙ্গে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গাপুজো কড়া নাড়ছে দরজায়। হাতে বাকি আর এক মাসের থেকে কিছুটা বেশি সময়। করোনার তৃতীয় ঢেউ আসার খবরের মাঝেই ছোট করে পুজো করার পরিকল্পনা চলছে বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষদের। মহালয়া আসতেও এখনো কিছুটা দেরি রয়েছে। কিন্তু ইতিমধ‍্যেই শুটিং শুরু করে দিয়েছেন কোয়েল (koel mallick)।

হ‍্যাঁ, আবারো টেলিভিশনে মহালয়ার অনুষ্ঠানে মা দূর্গা সাজতে চলেছেন কোয়েল মল্লিক। অন্তত তাঁর ইনস্টাগ্রাম স্টোরি দেখে তেমনটাই ধারনা হয়েছে নেটিজেনদের। একটি মিটিংয়ের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘মহালয়ার শুটের জন‍্য তৈরি হচ্ছি।’ সঙ্গে হ‍্যাশট‍্যাগ দিয়ে লিখেছেন কালার্স বাংলা। এতেই নেটনাগরিকদের ধারনা হয়েছে আবারো টেলিভিশনের পর্দায় দূর্গা রূপে দেখা যাবে কোয়েলকে।


এর আগে একাধিক বার মহালয়াতে মা দূর্গার ভূমিকায় অভিনয় করেছেন কোয়েল। প্রতিবারই প্রশংসিত হয়েছে তাঁর লুক। বিশেষত ২০১৫ সালে জি বাংলায় ‘মহিষাসুরমর্দিনী’তে দূর্গা হয়ে প্রচুর প্রশংসা কুড়িয়েছিলেন কোয়েল। তারপর ২০১৭, ১৮,  ১৯ পরপর তিন বছর টেলিভিশন মহালয়াতে দূর্গা সেজেছেন কোয়েল। তবে এবারে এখন থেকেই কোনো কথা বলতে রাজি নয় কালার্স বাংলা কর্তৃপক্ষ। তাই কিছুদিন ধৈর্য ধরা ছাড়া উপায় নেই দর্শকদের।


কোয়েলকে শেষবার দেখা গিয়েছিল রক্তরহস‍্য ও ফ্লাইওভার ছবিতে। তবে আপাতত ছেলেকে নিয়েই সময় কাটছে তাঁর। গত বছর লকডাউনের মধ‍্যে মা হন কোয়েল। ৫ মে কোল আলো করে আসে তাঁর প্রথম সন্তান কবীর (kabir)। দেখতে দেখতে কেটে গিয়েছে গোটা এক বছর। এ বছরেও আংশিক লকডাউনের মধ‍্যেই কেটেছে কবীরের প্রথম জন্মদিন।

কবীরের জন্মের কিছুদিন পরেই করোনা আক্রান্ত হন কোয়েল। অভিনেত্রী জানান, সেই সময় একলা সদ‍্যোজাত সন্তানকে নিয়ে খুবই সমস‍্যার মধ‍্যে পড়েছিলেন তিনি। তবে ভাগ‍্যক্রমে কোয়েল করোনা আক্রান্ত হলেও সম্পূর্ণ সুস্থ ছিল কবীর। তার কিছুদিন পরেই অবশ‍্য করোনাকে জয় করে সুস্থ হয়ে ওঠেন অভিনেত্রী।

সম্পর্কিত খবর

X