বাংলাহান্ট ডেস্কঃ আইএসআইএস-খোরাসান (ISIS-K) জঙ্গিগোষ্ঠীর ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর পর, হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (joe biden)। আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে কাবুলে আবারও জঙ্গিহানা হওয়ার ইঙ্গিত দিলেন মার্কিন রাষ্ট্রপতি বাইডেন।
কাবুল বিমানবন্দরের (Kabul Airport) আইএসআইএস-খোরাসান (ISIS-K) জঙ্গিগোষ্ঠীর আত্মঘাতী হামলায় ১৬৯ জন আফগান বেসামরিক নাগরিক এবং ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছিলেন। সেই ঘটনার পর বাইডেন হুঁশিয়ারি দিয়েছিলেন ‘কাউকে ছাড়া হবে না, খুঁজে বের করে মারব’। আর তার পাল্টা প্রতিশোধ নিতে, আইএসআইএস-খোরাসান (ISIS-K) জঙ্গি ঘাঁটিতে ড্রোন হামলা করে মার্কিন মুলুক। ধূলিস্মাৎ করে দেওয়া হয় জঙ্গি সংগঠনের গোপন ডেরা।
এই ঘটনার পর আবারও হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, মার্কিন সেনাদের উপর সামান্য আঘাত এলেও, পাল্টা স্ট্রাইক করা হবে জঙ্গিদের উপর। বাইডেনের কথায়, কাবুল বিমানবন্দরে জঙ্গী গোষ্ঠী ISIS-K-র আত্মঘাতী বোমা বিস্ফোরণের পালটা দিতেই আফগানিস্তানে ড্রোন হামলা করেছিল আমেরিকা। পরিস্থিতি যা বলছে, তাতে করে আবারও আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে জঙ্গিহানা হতে পারে কাবুলে।
হোয়াইট হাউস থেকে শনিবার এক বিবৃতিতে জো বাইডেন আরও বলেন, ‘আফগানিস্তানের পরিস্থিতি ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। জঙ্গিহানার সম্ভাবনা বিমানবন্দরের উপর বেশি পরিমাণে থাকছে। কমান্ডারদের দাবি, আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে আক্রমণের চরম সতর্কতা রয়েছে আফগানিস্তানে। তবে সেনাদের সুরক্ষার জন্য সবরকম ব্যবস্থা নেবে মার্কিন সরকার। আমেরিকার উপর সামান্যতম আঘাতের আঁচও মেনে নেব না’।