হেডিংলিতে লজ্জাজনক ব্যাটিং পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন ক্ষুব্ধ গাভাস্কার, দিলেন বড় বয়ান

বাংলা হান্ট ডেস্কঃ হেডিংলিতে কার্যত দুই ইনিংসেই লজ্জাজনকভাবে ভেঙে পড়েছে ভারতীয় ব্যাটিং। প্রথম ইনিংসে অ্যান্ডারসন, রবিনসনদের সুইংয়ের সামনে মাত্র ৭৮ রানে ধরাশায়ী হয়ে পড়ে বিরাট বাহিনী। তৃতীয় দিনে যদিও সুন্দর কামব্যাক করেছিল ভারত। ৮০ ওভার খেলে মাত্র ২ উইকেটের বিনিময়ে ২১৫ রান সংগ্রহ করেছিল তারা। হাফ সেঞ্চুরি পেয়েছিলেন রোহিত, ৪৫ রানে নট আউট ছিলেন কোহলি, অন্যদিকে সেঞ্চুরির স্বপ্ন দেখাচ্ছিলেন চেতেশ্বর পুজারাও।

কিন্তু চতুর্থ দিন নতুন বল আসতেই ফের একবার ধরাশায়ী হয়ে পড়ে ভারত। কোন রান যোগ না করেই ৯১ রানে প্যাভিলিয়নে ফেরেন পুজারা। অধিনায়ক বিরাট নিজের অর্ধশত রান পূর্ণ করলেও দলকে শেষ অবধি টেনে নিয়ে যেতে পারেননি। যার জেরে মাত্র ৫৩ রানে ৮ উইকেট খুইয়ে ২৭৮ রানেই শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস। ৭৬ রান এবং এক ইনিংসে ম্যাচ জিতে সিরিজে কামব্যাক করে রুট বাহিনী।

ভারতের এই লজ্জাজনক ব্যাটিং প্রদর্শনীতে খুশি নন প্রাক্তন ভারতীয় ওপেনার সুনীল গাভাস্কারও। বর্তমানে টেলিভিশনের জন্য ধারাভাষ্য দিচ্ছেন তিনি। ম্যাচ শেষে আলোচনা করতে গিয়ে গাভাসকর বলেন, “যখন প্রথম তিনজন ব্যাটসম্যামন আউট হন, তখনই বোঝা যাচ্ছিল যে, আমরা খুব বেশিক্ষণ টিকে থাকব না। তবে যেভাবেই কল্পনা করা হোক না কেন, ৫৪ মিনিটে ৭ উইকেট পড়া মেনে নেওয়া কঠিন।”

IMG 20210815 225340

কার্যত ব্যাটসম্যানরা যে নিজের কাজ সঠিকভাবে করতে পারেননি তা মেনে নিয়েছেন কোহলিও। তার মতে ইংল্যান্ড বোলাররা অত্যন্ত সুশৃংখল বোলিং করেছেন এবং তাদের ভুল করতে বাধ্য করেছেন। সাথে সাথে কোহলি এও বলেন, রানের বিশাল চাপ ছিল আর সেই কারণেই ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং।

 

Abhirup Das

সম্পর্কিত খবর