কবে হবে উপনির্বাচন? ট্যুইটারে দিন বাথলে দিলেন তথাগত রায়

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ফুরিয়ে আসছে মুখ্যমন্ত্রী পদের মেয়াদের ৬ মাস সময়। উপনির্বাচনের জন্য মরিয়া হয়ে নির্বাচন কমিশনের কাছে দরবার করছে তৃণমূল। কিন্তু এই পরিস্থিতিতে বিজেপি নেতা তথাগত রায়ের (tathagata roy) এক পোস্ট ঘিরে, জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এমনকি নির্বাচন কমিশনকে প্রভাবিত করেছে বিজেপি- এমনটাও দাবি তুলেছে শাসক শিবির।

বিধায়ক পদে জয়লাভ করতে না পারলেও, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দল জয়ী হওয়ায় বাংলার মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন মমতা ব্যানার্জী। তবে নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী, নির্বাচনের ৬ মাসের মধ্যেই উপনির্বাচন সম্পন্ন করতে হবে। নাহলে মুখ্যমন্ত্রীর আসন খোয়াতে হতে পারে মমতা ব্যানার্জীকেও।

কিন্তু একদিকে যখন উপনির্বাচনের জন্য মরিয়া হয়ে বারবার নির্বাচন কমিশনের কাছে দরবার করছে তৃণমূল, সেই সময় বর্তমানে করোনা পরিস্থিতিতে উপনির্বাচনের ঘোর বিরোধিতা করছে গেরুয়া শিবির। যখন রাজ্যে এখনও লোকাল ট্রেন চালাতে সমতি দেননি মুখ্যমন্ত্রী, সেখানে কি ভাবে উপনির্বাচন সম্ভব- এমন প্রশ্নও তুলছে বিজেপি।

আবার বিশেষজ্ঞদের আশঙ্কা, সেপ্টেম্বর অক্টোবরে অর্থাৎ পুজোর মাসে ফের আসতে পারে করোনার তৃতীয় ঢেউ। তাই এই পরিস্থিতিতে কোনভাবেই উপনির্বাচনের পক্ষ মত দিচ্ছে না বিজেপি শবিইর। আবার অন্যদিকে, তৃণমূল তাড়া দেখালেও, এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি নির্বাচন কমিশন।

তবে এরই মধ্যে বিজেপি নেতা তথাগত রায়ের এক পোস্ট ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তিনি লেখেন, ‘রাজ্যে দৈনিক সংক্রমণ বেড়ে ৭১৭, কলকাতায় বেড়ে ১২০-র কাছাকাছি। এরপরে সেপ্টেম্বরে তো বন্যা হবেই! অক্টোবরে পুজো! নভেম্বরের ৪ তারিখে কালীপুজো, ৬ তারিখে ভাইফোঁটা, ১০ ই ছট, ১৩ ই জগদ্ধাত্রী পূজা। এসব পার করে উপনির্বাচন, পুরনির্বাচন, সব হোক’! বিজেপি নেতার এই মন্তব্যে, নির্বাচন কমিশনকে প্রভাবিত করারও অভিযোগ তুলেছে শাসক শিবির।

X