বাংলাহান্ট ডেস্ক: টলি বলি দুই ইন্ডাস্ট্রিতেই রমরমা রাজত্ব খুদে তারকদের। এঁরা হলেন সুপারস্টার অভিনেতা অভিনেত্রীদের আদরের সন্তান। অনেকেই এখনো অভিনয়ে ডেবিউ করেননি। কিন্তু তাতে কী! বাবা মায়ের থেকেও দিন দিন বাড়ছে তাদের জনপ্রিয়তা। এর মধ্যেই একজন রাজ চক্রবর্তী (raj chakraborty) ও শুভশ্রী গাঙ্গুলীর (subhashree ganguly) পুত্র ইউভান (yuvaan)। বয়স এখনো এক বছরও হয়নি তাঁর। এর মধ্যেই বড়দের মতো গাড়ি চালাতে শিখে গিয়েছে সে!
বিশ্বাস হচ্ছে না তো? পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তীর ইনস্টাগ্রাম প্রোফাইলে উঁকি দিলেই স্পষ্ট হয়ে যাবে সবটা। ছেলের কাণ্ডকারখানার ভিডিও নিজে শেয়ার করেছেন রাজ। সেখানে দেখা যাচ্ছে বাবার সঙ্গে টুইনিং করে সাদা পাজামা পাঞ্জাবিতে সেজেছে ইউভান। বাবার কোলের উপর বসে হাতে নিয়ে গাড়ির স্টিয়ারিং।
মনের সুখে এদিক ওদিক ঘোরাচ্ছে সে স্টিয়ারিং। সঙ্গে বাইরের দিকেই সতর্ক নজর। মাঝে মাঝে ক্যামেরার দিকে তাকিয়েও লুক অবশ্য দিয়েছে ইউভান। ছেলের কাণ্ড দেখে মুখ থেকে হাসি সরছে না রাজের। অবশ্য ছেলের হাতে স্টিয়ারিং থাকলেও গাড়ির কন্ট্রোল যে তিনি নিজের হাতেই রেখেছেন তা বলা বাহুল্য। কিন্তু এই বয়সেই ইউভান যে গাড়ি চালানোর প্রতি আগ্রহ দেখাচ্ছে তা দেখেই খুশি রাজ।
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি জানি ইউভান এখন গাড়ি চালাতে একদম দক্ষ হয়ে গিয়েছে। শুধু লাইসেন্সের জন্য অপেক্ষা করছে। তারপরেই আমাদের সবাইকে নিয়ে ও ঘুরতে যাবে।’ খুদে তারকার কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছে নেটিজেনরা। স্মার্ট ছেলেকে দেখে গর্বিত ‘মাম্মা’ শুভশ্রী। ইউভানকে ভালবাসা জানিয়েছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীও।
https://www.instagram.com/p/CTOc606JIGE/?utm_medium=copy_link
এর আগেই অবশ্য গাড়ি চালানোয় হাত পাকিয়েছিল ইউভান। তাও মাত্র সাড়ে নয় মাস বয়সে। বাবার কোলে কখনো বসে, কখনো দাঁড়িয়ে আবার কখনো খানিক লাফিয়ে গাড়ি চালানো শিখেছে ছোট্ট ইউভান। কিন্তু এর মাঝেও গাড়ির স্টিয়ারিং কিন্তু হাতের থেকে ছাড়েনি সে। ছেলের কাণ্ডকারখানার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন রাজ। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘আমার ছোট্ট ছেলে এখন দু চাকা ছেড়ে চার চাকায় পৌঁছে গিয়েছে। সাড়ে নয় মাসে গাড়ি চালাতে শিখছে’।