বাংলা হান্ট ডেস্কঃ ক্রিকেটের মাঠে কখনও কখনও এমন ঘটনা ঘটে যা ভয়ঙ্কর লড়াইয়ের মাঝেও হাসির তোরে ভাসিয়ে দেয় দর্শকদের। আর মাঠে যদি কোন ক্যারিবিয়ান থাকেন তাহলে তো সোনায় সোহাগা। ক্রিস গেইল ড্যারেন ব্রাভোদের সেলিব্রেশন দর্শকরা যে কতখানি উপভোগ করেন তা বলাই বাহুল্য। এবার এমনই এক ঘটনা ঘটলো সিপিএলে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে রীতিমতো ব্যাট হাতে বোলারকে মারতে ছুটে গেলেন ব্যাটসম্যান। অবশ্য পুরোটাই ঘটানো হয়েছে মজার ছলে, তবে ভিডিওটিও এখন মারাত্মক ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে।
সিপিএলে গতকাল মাঠে নেমেছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস এবং গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। অর্থাৎ একদিকে যেমন ছিলেন ডোয়েন ব্র্যাভো তেমনি অন্যদিকে ছিলেন শিমরন হেটমায়ার। আর এই দুজনের মধ্যেই জমে উঠলো লড়াই, ঘটনাটি ঘটে গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলের ব্যাটিংয়ের সময়। ১৩ তম ওভারে বল করতে এসেছিলেন ব্র্যাভো, এসময় ব্যাটিংয়ে ছিলেন হেটমায়ার এবং পাকিস্তানি ব্যাটসম্যান মহম্মদ হাফিজ।
ওভারের চতুর্থ বলটি করতে গিয়ে রান আপ শেষ করার আগেই মাঠের মধ্যে পড়ে যান ব্র্যাভো। আর তার পরেই দেখা যায় এক অদ্ভুত ঘটনা, রান নিতে যাওয়ার সময় হঠাৎই ব্যাট হাতে ব্র্যাভোকে মারতে তেড়ে যান শিমরন হেটমায়ার। যদিও মারামারির কোনও ঘটনাই ঘটেনি কারণ হেটমায়ার পুরোটাই করেছিলেন মজার ছলে। এরপর হাফিজ এবং হেটমায়ার দুজনেই ব্র্যাভোকে জড়িয়ে ধরেন মাঠের মধ্যে।
The Spirit Of Cricket is the winner of the @fun88eng magic moment from match 8. #CPL21 #SKNPvGAW #CricketPlayedLouder #FUN88 pic.twitter.com/TqEhNI69pb
— CPL T20 (@CPL) August 29, 2021
এদিনের ম্যাচ অবশ্য জিতে নিয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। প্রথমে ব্যাট করে তাদের সামনে ১৬৭ রানের লক্ষ্য রেখেছিল গায়ানা। মাত্র চার উইকেটের বিনিময়ে ১৯.২ ওভারি লক্ষ্যে পৌঁছে যায় সেন্ট কিটস। তবে সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ভাইরাল হেটমায়ার এবং ব্র্যাভোর এই কাণ্ডকারখানা। যদিও এমন ঘটনা এর আগে ঘটেছে আইপিএলেও। সেবার পোলার্ডকে দেখা গিয়েছিল রেগে ব্যাট হাতে তেড়ে যেতে। সেবার অবশ্য সত্যিই ভয়ঙ্কর রেগে গিয়েছিলেন এই ক্যারিবিয়ান, তবে এবারের ঘটনা নিছকই মজার।