কোচিং ছাড়ার আগে সৌরভকে নিয়ে বড় বয়ান শাস্ত্রীর, হঠাৎই মুখে ঝরল মধু

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর পরেই ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে মেয়াদ শেষ হতে চলেছে রবি শাস্ত্রীর। তিনি নিজেই বিসিসিআইকে জানিয়েছেন এরপর আর ভারতীয় দলের কোচ থাকতে চান না তিনি। কোচিং কেরিয়ারে যথেষ্ট সফলতা পেয়েছেন শাস্ত্রী। কার্যত তার কোচিংয়েই দু-দুবার অস্ট্রেলিয়া সিরিজ জয় করেছে ভারত। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালেও পৌঁছেছিল তারা, এছাড়া তার আমলেই টেস্ট ক্রিকেটে এক নম্বর স্থান দখল করেছিল ভারতীয় দল।

এরই মাঝে এক সংবাদমাধ্যমকে ইন্টারভিউ দিতে গিয়ে বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন রবি শাস্ত্রী। একদিকে যেমন জানান এরপর কি করবেন তা এখনো ঠিক করেননি তিনি। তেমনি আমার কথা ওঠে সৌরভ গাঙ্গুলিকে নিয়েও। সৌরভের সঙ্গে রবি শাস্ত্রীর অম্লমধুর সম্পর্কের কথা কার্যত কারোরই অজানা নয়। স্বাভাবিকভাবে এদিনের ইন্টারভিউতেও সেই প্রশ্ন উঠে আসে। ২০০৭ সালে দেরি করে আসার কারণে দাদাকে টিম বাসে উঠতে দেননি তিনি, সেকথা এদিন আবারও জানান তিনি।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল সৌরভ গাঙ্গুলি এখন বিসিসিআই প্রেসিডেন্ট এখন কি সেই বিষয়ে আপনাদের কথা হয়? উত্তরে রবি বলেন, না একেবারেই নয়। তিনি আরও জানান, “যখন তিনি ইংল্যান্ডে এসেছিলেন, তখনও আমি তার সাথে কথা বলেছি। আমি ওকে অনেকদিন খেলতে দেখেছি। আসলে, গাঙ্গুলি এবং আমি এক দলে খেলেছি। আমি একজন অধিনায়ক হিসেবে টাটা স্টিলের হয়ে খেলেছি এবং সে আমার অধীনে খেলেছে। আমরা একে অপরকে দীর্ঘদিন ধরে চিনি।”

তিনি আরও জানান তার সাথে সৌরভের বিরোধ পুরোটাই নাকি মিডিয়ার তৈরি। আদতে তাদের মধ্যে তেমন কোনও তিক্ত সম্পর্ক নেই। তিনি বলেন, “মিডিয়া এই ধরনের গল্প পছন্দ করে। তারা এই ভেলপুরি পছন্দ করে এবং তারপর তারা এতে মশলা যোগ করে সকলের সামনে পরিবেশন করে। আমিও এই ধরনের গল্প পছন্দ করি।”

 

X