বাংলাহান্ট ডেস্কঃ ৯২ বছর বয়সের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আলগাঁওবাদী নেতা তথা হুরীয়ত কনফারেন্সের প্রধান সৈয়দ আলী শাহ গিলানি (Syed Ali Geelani)। তাঁর মৃত্যুতে জাতীয় শোক দিবস ঘোষণা করে, তাঁকে ‘পাকিস্তানি’ বলে সম্বোধন করে জাতীয় পতাকা অর্ধনমিতও করলেন পাকপ্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)।
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে, বুধবার রাতে শ্রীনগরে প্রাণ হারান আলী শাহ গিলানি। কাশ্মীরে থেকেও দীর্ঘ দিন ধরে তিনি পাকিস্তানের মুখপাত্রের ভূমিকাও পালন করেছিলেন বলে খবর। তবে এসবের মধ্যে গতবছর আচমকাই হুরিয়তের নেতৃত্বের পদ থেকে ইস্তফা দেন তিনি।
Deeply saddened to learn of the passing of Kashmiri freedom fighter Syed Ali Geelani who struggled all his life for his people & their right to self determination. He suffered incarceration & torture by the Occupying Indian state but remained resolute.
— Imran Khan (@ImranKhanPTI) September 1, 2021
গিলানির মৃত্যুতে শোকবার্তা জ্ঞাপন করে এক ট্যুইট করেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি লেখেন, ‘কাশ্মীরের মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গিলানির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। জনগণ এবং তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন তিনি। ভারত তাকে বন্দী করেও রেখেছিল এবং নির্যাতনও করেছিল। আমরা পাকিস্তানে তাঁর সংগ্রামকে সেলাম জানাই। আমরা পাকিস্তানি এবং পাকিস্তান আমাদের- ওনার কথা স্মরণে রেখে পাকিস্তানের পতাকা অর্ধনমিত করা হবে এবং একদিনের জাতীয় শোক দিবস পালন করা হবে’।
পাক প্রধানমন্ত্রীর পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াও তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানান। তিনি বলেন, ‘ওনার মৃত্যু সংবাদ পেয়ে আমি ভীষণই দুঃখিত। কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের নেতা ছিলেন তিনি’।
প্রসঙ্গত, ভারত বিরোধী মন্তব্যের জন্য প্রতিবেশি শত্রু দেশ পাকিস্তান থেকে গিলানিকে সর্বোচ্চ নাগরিক সম্মানও দিয়েছিল। এমনকি শোনা যায়, কাশ্মীরের উপর তাঁর এতোটাই প্রভাব ছিল যে, তাঁর এক কথায় গোটা কাশ্মীর স্তব্ধ হয়ে যেত। কিন্তু একটা সময়ে সেই কাশ্মীর থেকেই তাঁকে বয়কট করা হয়।