ব্যাঙ্কে বাড়ির দলিল, LIC সার্টিফিকেট বন্দক রাখলেই মিলবে লোন? স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে তুমুল বিতর্ক

বাংলাহান্ট ডেস্কঃ ব্যাঙ্কে জমা রাখতে হবে বাড়ির দলিল কিংবা মোটা অঙ্কের টাকার এলআইসি সার্টিফিকেট, তবেই মিলবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের (student credit card) লোন! সম্প্রতি সময়ে এমনই এক অভিযোগ প্রকাশ্যে এসেছে বর্ধমান (purbo bardhaman) থেকে। লোণ নিতে গিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছে এক কলেজ ছাত্র।

সম্প্রতি ছাত্রছাত্রীদের পড়াশুনার সুবিধার্থে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এই কার্ডের মাধ্যমে ছাত্রছাত্রীরা পড়াশুনার ক্ষেত্রে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। কিন্তু এক্ষেত্রে কোন গ্যারেন্টার লাগবে না, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। অর্থাৎ কোন কিছু বন্দক বা জমা না রেখেই এই অর্থ লোন নিতে পারবেন পড়ুয়ারা।

vgvcvc

কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা মত কাজ হচ্ছে না বলে অভিযোগ উঠল বর্ধমানের সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের একটি শাখার বিরুদ্ধে। বি টেক সেকেন্ড ইয়ারের ছাত্র আবির মিত্র জানান, অভাবের সংসারে বন্ধ হতে যাওয়া পড়াশুনাকে এগিয়ে নিয়ে যেতে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেখিয়ে বর্ধমান কো অপারেটিভ ব্যাঙ্কের কালনা শাখায় দেড় লক্ষ টাকা লোনের আবেদন করেছিলেন তিনি। কিন্তু তাঁর অভিযোগ, সিকিউরিটি বাবদ তাঁকে বাড়ির দলিল বা এলআইসি কাগজ জমা রাখার কথা বলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

credit22

এই ঘটনার পরবর্তীতে মুখ্যমন্ত্রী, কালনার বিধায়ক, কালনার মহকুমাশাসক-সহ বেশ কয়েক জায়গায় লিখিত অভিযোগও জানান আবির মিত্র। তবে এই ঘটনার বিষয়ে ব্যাঙ্কের ওই শাখার ম্যানেজার জানিয়েছেন, ‘দলিল রাখার কথা বলা হয়নি, শুধুমাত্র আলোচনা করা হয়েছিল। তবে বর্ধমান সদর মেন শাখা লোনের বিষয়টা দেখে, তাই ওরাই এবিষয়ে কথা বলতে পারবে’।

এই বিষয়ে কালানার বিধায়ক দেবপ্রসাদ বাগ জানান, ‘এটা সরকারকে কলঙ্কিত করার একটা প্রয়াস মাত্র। তবে আমি ওর সঙ্গে ফোনে কথা বলেছি। এই বিষয়ে আমরা পরবর্তীতে বিক্ষোভে নামব’।

Smita Hari

সম্পর্কিত খবর