বাংলাহান্ট ডেস্ক: রাজনৈতিক মহলের আলোচনার এখন অন্যতম ইস্যু আফগানিস্তানে (afghanistan) তালিবান সন্ত্রাস। ২০ বছর পর পুনরাবৃত্তি হচ্ছে ইতিহাসের। বিষয়টি এতটাই স্পর্শকাতর যার আঁচ লেগেছে অন্যান্য মহলেও। ইতিমধ্যে একাধিক তারকা, বুদ্ধিজীবী নিজেদের মতামত রেখেছেন এই বিষয়ে। এবার মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ (naseeruddin shah)। চাঁচাছোলা ভাষায় তিনি বললেন ভারতে থেকেও মুসলিমদের যে একাংশ তালিবানদের জয় উদযাপন করছে তারা ভয়ঙ্কর।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও বার্তায় নাসির বলেন, “আফগানিস্তানে তালিবানদের পুনরায় ক্ষমতায় ফেরা গোটা বিশ্বের কাছে নিঃসন্দেহে চিন্তার কারণ। কিন্তু বিষয়টি নিয়ে ভারতীয় মুসলিমদের যে একাংশ বর্বরের মতো উদযাপন করছে তারাও কোনো অংশে কম ক্ষতিকারক না।”
স্পষ্ট ভাষায় নাসিরুদ্দিন প্রশ্ন ছুঁড়েছেন, যারা তালিবানের জয় উদযাপন করছেন তারা নিজেদের প্রশ্ন করুন, নিজের ধর্মকে নতুন করে তৈরি করতে চান নাকি পুরনো বর্বরতাকে সঙ্গী করেই বেঁচে থাকতে চান? অভিনেতা ভিডিও বার্তায় বলেন, ভারতীয় মুসলিমদের সঙ্গে বিশ্বের অন্যান্য মুসলিমদের অনেক পার্থক্য রয়েছে। কিন্তু তাঁর ভয় এমন কোনোদিন যেন না আসে যখন এই পার্থক্যটা মিটে যায়। সে দিন বাস্তবিকই ভয়ঙ্কর বলে দাবি করেছেন বর্ষীয়ান অভিনেতা।
https://twitter.com/_sayema/status/1433104998347333638?s=19
গত ১৫ অগাস্ট যখন ভারত ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করছিল, সীমান্তের ওপারে তখন সশস্ত্র তালিবান সদর্পে দখল করছিল আফগানিস্তানের একের পর এক অংশ। তারা দাবি করেছিল বাসিন্দাদের থেকে কোনো বাধা পায়নি তারা, বরঞ্চ স্বাগতই জানানো হয়েছে তাদের। সদ্য ২০ বছরের যুদ্ধ শেষ করে আফগানিস্তানের মাটি থেকে বিদায় নিয়ে মার্কিন সেনাবাহিনী। আফগানদের পরিস্থিতির উপরেই নজর রেখেছে বিভিন্ন দেশ।