বাংলাহান্ট ডেস্কঃ মাস্ক (mask) না পড়েই বেরিয়ে পড়েছিলেন রাস্তায়, আর সেটাই ছিল তাঁর ‘গুরুতর অপরাধ’। এই অপরাধেই এক সেনা জওয়ানকে (army jawan) রাস্তায় ফেলে বেধড়ক মারধর করল পুলিশ (police)। এই ঘটনার ভিডিও বর্তমানে দিনে দাবানলের মত ছড়িয়ে পড়েছে স্যোশাল মিডিয়ায়। সেইসঙ্গে উঠেছে নিন্দার ঝড়ও।
করোনা আবহে মাস্ক ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। বাড়ির বাইরে পা রাখেলই, মুখে মাস্ক থাকা আবশ্যক। কিন্তু এই পরিস্থিতিতে মাস্ক ছাড়াই বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান পবন কুমার। আর তারই খেসারত দিতে হল তাঁকে।
ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) ছাতরায়। তবে এই ঘটনা ঠিক কবেকার, সেবিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বাইকে করে রাস্তা দিয়ে যাওয়ার সময় মাস্ক না থাকায় জওয়ান পবন কুমারকে দাঁড় করিয়ে প্রথমে তাঁর বাইকের চাবি কেড়ে নেয় টহলরত পুলিশ কর্মীরা।
তারপর তাঁর সঙ্গে বচসায় জড়ায়। আর তারপর কিছু বুঝে ওঠার আগেই জওয়ানকে মাটিতে ফেলে চড়, কিল, ঘুষি, লাথি মারতে থাকেন পুলিশ কর্মীরা। অনেক অনুরোধ করার পরও পবন কুমারের কোন কথাই শোনেনি তারা। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় থানায় নিয়ে যায়। সেখানে গিয়ে পুলিশ সুপারকে সমস্তটা জানান পবন কুমার।
পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত তিন পুলিশকর্মী এবং দু’জন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। তবে এই ঘটনার পেছনে অন্য কোন কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, ওই এলাকায় করোনা সম্পর্কিত সচেতনতা শিবিরের আয়োজন করেছিল পুলিশ কর্মীরা। আর তখনই জওয়ান পবন কুমারকে মাস্ক ছাড়া রাস্তায় দেখা যেতেই এই ঘটনা ঘটে।