জমিয়ে ইংরেজদের পেটাল শার্দূল ঠাকুর, ভেঙে ফেলল সহবাগের ১৩ বছরের পুরনো রেকর্ড

বাংলা হান্ট ডেস্কঃ টিম ইন্ডিয়ার অলরাউন্ডার শার্দূল ঠাকুর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের প্রথম ইনিংসে বিস্ফোটক ব্যাটিং করে সবার নজর কেড়েছেন। শার্দূল ওভালের ম্যাচে ৩৫ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলে ইংরেজদের বুঝিয়ে দিয়েছেন যে, ভারত মাথা নোয়াবে না। শার্দূল ৫৭ রান করতে গিয়ে ৭টি চার আর ৩টি ছয় মেরেছেন।

শার্দূল নিজের কেরিয়ারের দ্বিতীয় অর্ধশতক মাত্র ৩১ বলেই করে ফেলেন। শার্দূল টেস্ট ম্যাচে ভারতের জন্য দ্বিতীয় সবথেকে দ্রুত অর্ধ শতরান বানানোর রেকর্ড হাসিল করে নেন। প্রথম নম্বরে রয়েছেন অলরাউন্ডার কপিল দেব। তিনি ১৯৮২ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৩০ বলে অর্ধশতক করেছিলেন। শার্দূল ভারতের প্রাক্তন ওপেনার ব্যাটসম্যান বিরেন্দ্র সহবাগের রেকর্ড ভেঙে দেন। সহবাগ ২০০৮ সালে চেন্নাইতে ৩২ বলে অর্ধ শতরান করেছিলেন।

টেস্ট ম্যাচে সবথেকে দ্রুত অর্ধশতক করার রেকর্ড পাকিস্তানের মিসবাহ-উল-হকের নামে রয়েছে। উনি ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ২১ বলের এই কীর্তি গড়েছিলেন। শার্দূল যখন মাঠে নেমেছিলেন, তখন ভারতের ৬টি উইকেট পড়ে গিয়েছিল। উনি অষ্টম উইকেটে উমেশ যাদবের সঙ্গে ৬৩ রানের ইনিংস খেলেন। শার্দূলের ঝোড়ো ইনিংসের কারণে টিম ইন্ডিয়া ২০০ রানের কাছে পৌঁছাতে সক্ষম হয়। বলে দিই, ভারত ১৯১ রানে অল আউট হয়ে গিয়েছে।

https://twitter.com/ICC/status/1433457208088465412

শার্দূলকে ওভাল টেস্টে ইশান্ত শর্মার জায়গায় নেওয়া হয়েছে। আর উনি সুযোগ পেয়েই বুঝিয়ে দিয়েছেন যে, তিনি কোনও অংশে কম যান না।

Koushik Dutta

সম্পর্কিত খবর