বাংলা হান্ট ডেস্কঃ ভারতের সোনার মেয়ে অবনী লেখারা টোকিও প্যারালিম্পিকসে মহিলাদের ৫০ মিটার রাইফেল পি-৩ এসএইচ-১ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয় করে ইতিহাস গড়েছেন। ওনার ইতিহাস গড়ার সবথেকে বড় কারণ হল, উনি একই প্যারালিম্পিকসে সোনা আর ব্রোঞ্জ দুটিই জয় করেছেন।
অবনী ৪৪৫.৯ স্কোর করে ব্রোঞ্জ জয় করেন। টোকিও প্যারালিম্পিকসে এটা অবনীর দ্বিতীয় পদক। এর আগে তিনি সোনা জয় করেছিলেন।
অবনী লেখারা প্রথম এমন ভারতীয় মহিলা প্যারালিম্পিকস খেলোয়াড় হয়ে উঠলেন যিনি একই প্রতিযোগিতায় দু’দুটি মেডেল হাসিল করলেন। অবনী ৩০ আগস্ট ১০ মিটার এয়ার রাইফেল এর এসএইচ-১ শ্রেণিতে সোনা জয় করেছিলেন।
অবনী ২১ জন লক্ষ্যভেদীদের মধ্যে সপ্তম স্থান অর্জন করে ফাইনালে কোয়ালিফাই করেছিলেন। অবনী সোনা জয়ের প্রতিযোগিতায় ৬০ সিরিজের ছয় শটের পর ৬২১.৭-র স্কোর করেছিলেন। যা শীর্ষ আটজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল।