মায়ানগরীতেও জয়জয়কার, টলিউডের সবথেকে সুদর্শন নায়ক এর তকমা পেলেন যশ

বাংলাহান্ট ডেস্ক: টলিউড পেরিয়ে বলিউডেও জলবা দেখাচ্ছেন অভিনেতা যশ দাশগুপ্ত (yash dasgupta)। ছোটপর্দায় প্রচুর সাফল‍্যের পর বড়পর্দাতেও একই রকম জনপ্রিয়তা পেয়েছেন তিনি। নিজেকে কীভাবে লাইমলাইটে রাখতে হয় তা খুব ভালভাবেই জানেন যশ। নুসরত জাহানের পাশে যেভাবে তিনি ঢাল হয়ে দাঁড়িয়েছেন তাতেও বেড়েছে তাঁর অনুরাগীর সংখ‍্যা।

এবার জানা গেল শুধু বাংলায় নয়, অভিনেতার ‘যশ’ পৌঁছেছে আরব সাগরের তীরেও। খাস বলিউড থেকে প্রশংসা বার্তা এল তাঁর জন‍্য। যশ নাকি সমকালীন টলিউডের সবথেকে সুদর্শন অভিনেতা। স্রেফ টলিউড নয়, পারলে যশকে গোটা দেশের সবথেকে হ‍্যান্ডসাম নায়কের খেতাব দিয়ে দেন এই বলিউড অভিনেতা।

1200px Yash Dasgupta Profile picture
তিনি রোহিত রায়। বলিউডে বেশ নাম কামিয়েছেন এই বাঙালি অভিনেতা। মুম্বই সাগা, কাবিল, শুট আউট অ্যাট লোখন্ডওয়ালার মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু রোহিত নিজে ভক্ত টলি অভিনেতা যশের। অভিনেতার সাম্প্রতিক একটি ছবি দেখে মুগ্ধ তিনি। কমেন্ট করে তিনি লিখলেন, ‘তুমিই এখন কলকাতার সবথেকে সুদর্শন নায়ক। আরো এগিয়ে যাও চ‍্যাম্প।’

এতেই ক্ষান্ত হননি রোহিত। তিনি আরো লিখেছেন, ‘আমি বলতে চাইছিলাম যে তুমি গোটা দেশের মধ‍্যে সবথেকে সুদর্শন। কিন্তু ভাবলাম তাতে আমার বলিউডের বন্ধুরা বিষন্ন হয়ে যাবে। ভাল থেকো।’ রোহিতের প্রশংসায় আপ্লুত যশও। পালটা হৃদয়ের ইমোজি দিয়ে ধন‍্যবাদ জানিয়েছেন তিনি।

IMG 20210904 131326
এর আগে অবশ‍্য রোহিতের দাদা অভিনেতা রণিত রায়ের সঙ্গে কাজ করেছিলেন যশ। ২০০৯ সালে বন্দিনী নামে একটি হিন্দি সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। সে সময়ে সবে সবে অভিনেতা হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন যশ। তাঁর চরিত্রটি ছিল রণিতের ছেলের। এরপরেই টলিউডে অভিষেক করেন তিনি। ‘বোঝেনা সে বোঝেনা’র প্রচুর জনপ্রিয়তার পর বড়পর্দায় পা রাখেন যশ।

https://www.instagram.com/p/CTJSp77hwZz/?utm_medium=copy_link

২০১৬ তে পরিচালক বিরসা দাশগুপ্তের গ‍্যাংস্টার ছবির হাত ধরে শুরু যশের টলিউড সফর। তাঁর বিপরীতে ছিলেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। বক্স অফিসে বেশ ভাল সাফল‍্য পেয়েছিল ছবিটি। শেষবার ‘SOS Kolkata’ ছবিতে দেখা গিয়েছিল যশকে। সম্প্রতি মধুমিতা সরকারের সঙ্গে ‘ও মন রে’ মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন যশ দাশগুপ্ত।

Niranjana Nag

সম্পর্কিত খবর