বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং পশ্চিমবঙ্গে দুর্গা পুজোয় মা দুর্গার মুখের বদলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য়ের মুখ বসানোয় তীব্র আপত্তি জাহির করেছেন। গিরিরাজ সিং বলেছেন, মা দুর্গার জায়গা কোনও দিদি, দাদা নিতে পারবে না। যারা নিজেদের সুখ্যাতির জন্য এই কাজ করছেন, তাঁরা সনাতন ধর্মকে মুছে ফেলার আগে নিজেই মুছে যাবে।
উল্লেখ্য, বাগুইয়াটির নজরুল পার্ক উন্নয়ন সমিতির দুর্গা প্রতিমা নিয়ে তুমুল বিতর্ক ছড়িয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী মমতার মুখের আদলে মা দুর্গার মুখ করা হয়েছে। আর এই নিয়ে বিজেপির তরফ থেকে একের পর এক আপত্তি জাহির করা হচ্ছে। এবার এই ইস্যুতে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। তিনি বলেন, সনাতন ধর্মের অপমান করলে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ধূলিসাৎ হয়ে যাবেন।
তবে শুধু এই প্রসঙ্গেই না, গিরিরাজ সিং বহুবার নানান প্রসঙ্গে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এসেছেন। একুশের বিধানসভা নির্বাচনের আগেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মুখর ছিলেন। আর এবার মমতার দেবী রূপ নিয়ে মুখর হলেন।
এর আগে বিজেপির নেতা অমিত মালব্যও এই বিষয়ে আপত্তি জানিয়ে মূর্তি গড়ার কাজ বন্ধ করার দাবি করেছেন। পাশাপাশি আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতাকে তুমুল কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা মানুষের দুয়ারে দুর্গতি এনে দিয়েছেন, আর ওনাকেই এখন দুর্গতিনাশিনী বানানো হচ্ছে।