ধোনির অবসর নিয়ে বড় রহস্য ফাঁস রবি শাস্ত্রীর, অবসরের আগে হয়েছিল গুরুত্বপূর্ণ আলোচনা

বাংলা হান্ট ডেস্কঃ মহেন্দ্র সিংহ ধোনি তার টাইমিংয়ের জন্য বিখ্যাত। এমনকি অবসর গ্রহণের সময়ও সঠিক সময় সরে দাঁড়িয়েছিলেন তিনি। ২০১৪ সালের টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর যে সিদ্ধান্ত নেন ধোনি তা কার্যত সকলকেই অবাক করে দিয়েছিল। এবার এ নিয়ে বড় রহস্য ফাঁস করলেন বর্তমান ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী। কয়েকদিন আগেই নিজের একটি বই প্রকাশের অনুষ্ঠানে এসে একাধিক বিষয়ে আলোচনা করেছিলেন শাস্ত্রী। এবার সেই বইতেই পাওয়া গেল এই তথ্য।

ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় শাস্ত্রী ছিলেন টিম ডিরেক্টর। নিজের বইতে এই ঘটনার উল্লেখ করে শাস্ত্রী লেখেন, “প্রত্যেক ক্রিকেটারই বলেন ল্যান্ডমার্ক অথবা মাইলস্টোনই সবচেয়ে বড় বিষয় নয়, কিন্তু কিছু ক্রিকেটারই রয়েছেন যারা এটা পালন করেন। আমি এই বিষয়ে ওর(মহেন্দ্র সিংহ ধোনি) সাথে যোগাযোগ করেছিলাম, চেষ্টা করেছিলাম যাতে ও সিদ্ধান্ত বদলায়। কিন্তু ধোনি মানসিকভাবে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, সেই কারণেই আমি এই বিষয় নিয়ে আগে আর কিছু করতে পারিনি। এখন পেছনে তাকালে আমি মনে করি তার সিদ্ধান্ত সঠিক, সাহসী এবং নিঃস্বার্থ ছিল।”

ধোনিকে একজন সাহসী এবং নিঃস্বার্থ ক্রিকেটার হিসেবে উল্লেখ করে শাস্ত্রী আরও লেখেন, “ক্রিকেটে এত পাওয়ারফুল একটি পজিশন ছেড়ে যাওয়া সহজ কথা নয়। ধোনি একজন এমন ক্রিকেটার যিনি পরম্পরা ভেঙে দিয়েছেন। উইকেটের পিছনে হোক বা উইকেটের সামনে তার টেকনিকের কোন বিকল্প নেই। তরুণ ক্রিকেটারদের প্রতি আমার একটাই পরামর্শ, যদি স্বাভাবিকভাবে এটি না আসে তাহলে কখনও ওকে নকল করতে যাবে না।”

dhoni 5

‘স্টারগেজিং: দ্য প্লেয়ার্স ইন মাই লাইফ’ নামক এই বইটিতে শাস্ত্রী নিজের জীবনে দেখা খেলোয়াড়দের সঙ্গে হওয়া অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তার মতে ধোনি ২০১৪ সালে ৯০টি টেস্ট খেলে ফেলেছিলেন। ১০০ টেস্ট খেলা যে কোন প্লেয়ারের জীবনে একটি বড় স্বপ্ন, কিন্তু ধোনি তা করেননি। তিনি আরও উল্লেখ করেন, ধোনি শুধু ভারতের নয় এই বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তার কাছে সে সময় দুটি আইসিসি ট্রফি ছিল, দুটোই বিশ্বকাপ। তিনি দলের সেরা তিন ফিট খেলোয়াড়দের মধ্যেও ছিলেন। তবু কেন তিনি এ ধরনের সিদ্ধান্ত নিলেন তা তার বোধগম্য হয়নি আজও।

 


Abhirup Das

সম্পর্কিত খবর