বাংলাহান্ট ডেস্কঃ ভবানীপুরের (bhawanipur) উপনির্বাচনের দিনক্ষণ স্থির করেছে নির্বাচন কমিশন। এবার শুধু সময়ের অপেক্ষা। সেইসঙ্গে এই কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে প্রার্থী নির্বাচন করারও হিড়িক পড়ে গেছে বিরোধী দলগুোলর মধ্যে। তবে প্রার্থী নির্বাচনের এই দৌড়ে সামিল নাও হতে পারে কংগ্রেস (Congress)- এমনটাই জানা গিয়েছে।
তবে জোট সঙ্গী কংগ্রেস এই লড়াইয়ের ময়দানে থাকবে কি থাকবে না, তা স্থির না করলেও, অন্যদিকে কোমড় বেঁধে নেমে পড়েছে বামেরা। সিদ্ধান্ত নিয়েছে প্রার্থী দেওয়ার। ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে ওই কেন্দ্রে প্রার্থী দেওয়ার ইচ্ছাও প্রকাশ করা হয়েছে।
ফরওয়ার্ড ব্লকের যুক্তি অনুযায়ী, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে বন্দরের একটা অংশ। আর সেই এলাকায় তাঁদের সমর্থক থাকার কারণে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে প্রার্থী দিতে তাঁরা প্রস্তুত। তবে প্রার্থী কে হবেন, তা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে।
অন্যদিকে ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী দেওয়ার ইচ্ছা প্রকাশ না করলেও, দুদিনের সময় চেয়ে নিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। বিধানসভা নির্বাচনে ভবানীপুরে তাঁদের প্রদত্ত প্রার্থীর পরাজয়ের পর, ওই আসনে আবারও কাউকে দাঁড় করাতে নারাজ অধীর চৌধুরী।
প্রার্থী না দেওয়ার বিষয়ে অধীর চৌধুরী জানিয়েছেন, ‘একজন তো মুখ্যমন্ত্রী হয়েই আছেন, তাই ওখানে প্রার্থী না দেওয়ার বিষয়টা আমরা ব্যক্তিগত মতামত’। তবে সূত্রের খবর, সিপিএমের ধারণা জাতীয় স্তরে যেভাবে মমতা ও সোনিয়া কাছাকাছি আসছেন, তাতে করে সৌজন্যের খাতিরে ভবানীপুরে প্রার্থী নাও দিতে পারে কংগ্রেস।