ফ্লপ ইমরানের প্ল্যান: ব্যবসার জন্য দেওয়া ডিম-মুরগী খেয়ে পেট ভরাল অর্থাভাবে থাকা পাকিস্তানবাসী

বাংলাহান্ট ডেস্কঃ ২০১৮ সালে দেশের দারিদ্রতা দূরীকরণের জন্য এক প্রকল্প চালু করেছিলেন পাকিস্তান (pakistan) প্রধানমন্ত্রী ইমরান খান (imran khan)। সেই প্রকল্পের আয়ত্তায়, পাকিস্তানের গরীব মহিলাদের ডিম এবং মুরগী দেয় পাক সরকার। যাতে করে তাঁরা এর মাধ্যমে নিজেদের জীবিকা অর্জন করতে পারেন। প্রধানমন্ত্রী ইমরান খান ভেবেছিলেন দারুণ কার্যকরী হবে তাঁর এই চিন্তা ভাবনা।

বাস্তবে সুপার ফ্লপ খেয়ে গেল ইমরান খানের ‘পোল্ট্রি ফার্মিং’ স্কিম। সরকারের পক্ষ থেকে ব্যবসার জন্য দেওয়া ডিম, মুরগী নিজেরাই কেটে খেয়ে নিলেন পাকিস্তানবাসী। সূত্রের খবর, ইতিমধ্যেই ৩ শতাংশ মুরগী মারা গিয়েছে এবং জীবিত মুরগীর মধ্যে ১০ শতাংশ ডিমই দেয়নি। আবার, ৯০ শতাংশ মানুষ ডিম বাজারজাত না করে, নিজেরাই তা খেয়ে নিয়েছে। তবে এসবের মধ্যেও ৮০ শতাংশ মানুষ চাইছেন, সরকারের এই প্রকল্প জারী থাকুক।

Pakistan Prime Minister Imran Khan 3

চলতি বছর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ‘মুরগী পালন’ প্রকল্প চালু করা হয়েছে। যে প্রকল্পের অধীনে, ২০২১ সালের মধ্যে ৫০০০০০ মুরগী বিতরণ করা হবে। গতবছর ৫০০০০ পরিবারের মধ্যে ৩২৪০০০ মুরগী বিতরণ করা হয়েছিল। তবে এবারের টার্গেট ৭২০০০ পরিবারের মধ্যে মুরগী বিতরণ করা হবে।

পাকিস্তানের দারিদ্রতা কমানোর উদ্দেশ্যে এমনই প্রকল্প চালু করেছে সরকার। তবে এবিষয়ে সহকারী পরিচালক এবং প্রকল্প সুপারভাইজার ডঃ আতহর মহমুদ জানিয়েছেন, ‘পাঞ্জাবে বিতরণ করা সমস্ত মুরগী আমাদের পোল্ট্রি ফার্মে পালন করা হয়। রাওয়ালপিন্ডি, আটক, দিনা, সারগোধা, মুলতান, বাহাওয়ালপুর, বাহাওয়ালনগর, গুজরাট, মিয়ানওয়ালি এবং ডেরা গাজী খান সহ ১০ টি বড় বড় পোল্ট্রি ফার্ম রয়েছে। যেখানে প্রায় ২৪০ মিলিয়ন মুরগী বছরে ২৪০০০০০০০০ ডিম দেয়’।

Smita Hari

সম্পর্কিত খবর