এবার দেশজুড়ে ২০ দিন পালিত হবে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জন্মদিন

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন গোটা দেশে ‘সেবা আর সমর্পণ” অভিযান হিসেবে পালন করবে। এবারের এই অভিযান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মদিন ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৭ অক্টোবর পর্যন্ত চলবে। বিজেপি শাসিত সমস্ত রাজ্যে এবং বাকি রাজ্যগুলিতেও এই অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিজেপি এই অভিযানের মাধ্যমে দলিত আর বঞ্চিতদের পাশে দাঁড়ানো এবং তাঁদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করার চেষ্টা করবে। এই অভিযানের মাধ্যমে বিজেপি বঞ্চিত মানুষদের কাছে নরেন্দ্র মোদী সরকারের নীতি এবং প্রকল্প পৌঁছে দেওয়ার কাজ করবে।

এই অভিযানের জন্য বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের চার সদস্যের একটি টিম বানিয়েছে। ওই টিমে দলের রাষ্ট্রীয় মহাসচিব কৈলাস বিজয়বর্গীয় আর ডি. পুরন্দেশ্বরির পাশাপাশি রাষ্ট্রীয় মন্ত্রী বিনোদ সোনকর আর কিষান মোর্চার রাষ্ট্রীয় সভাপতি রাজকুমার চাহর রয়েছেন।

২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই বিজেপি ওনার জন্মদিনের দিন সেবা দিবস হিসেবে পালন করে আসছে। আর জন্মদিনের দিন থেকে এক সপ্তাহের জন্য দেশজুড়ে মানবসেবার আয়োজন করা হয়। কিন্তু এবার বিজেপি এই আয়োজন ৭ দিন থেকে বাড়িয়ে ২০ দিন করেছে। আর এই দিন বাড়ানোর প্রধান কারণ হল, নরেন্দ্র মোদী রাজনীতিতে দুই দশক পূরণ করে ফেলেছেন।

Koushik Dutta

সম্পর্কিত খবর