বাংলাহান্ট ডেস্কঃ নির্দেশ মত ইডির ডাকে সাড়া দিয়ে রবিবারই দিল্লী পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব পরিকল্পনা মাফিক, সোমবারই ইডির সামনাসামনি হবেন তিনি। তবে কলকাতার বিষয়ে নিয়ে দিল্লীতে ডেকে পাঠানোয় কিছুটা অসন্তুষ্ট দেখাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
কয়লা কেলেঙ্কারিতে এবার সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নয়াদিল্লীতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তবে সোমবার সেখানে হাজিরা দেওয়ার উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবারের বিমানে পাড়ি দিলেও, তাঁর স্ত্রী রুজিরা নারুলা যাচ্ছেন না দিল্লী। এক চিঠি লিখে তিনি ইডিকে জানিয়েছেন, এত অল্প সময়ের নোটিশে তাঁর পক্ষে দিল্লী যাওয়া সম্ভব নয়। প্রয়োজনে তাঁকে কলকাতাতেই জেরা করতে পারে ইডি।
তবে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি আগেও বলেছি আর এখনও বলছি, আমার পিছনে ইডি, সিবিআই লাগানোর কোন প্রয়োজন নেই। আমার বিরুদ্ধে যদি কেউ ১০ পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারেন, তাহলে আমি ফাঁসির মঞ্চে আমি মৃত্যুবরণ করতেও রাজি। যে কোন তদন্তের স্বার্থে আমকে পাওয়া যাবে’।
এই বিষয়ে কলকাতা ছেড়ে দিল্লীতে তলব করার বিষয়ে অভিষেক অসন্তোষ প্রকাশ করে জানান, ‘প্রতিহিংসাপরায়ণ রাজনীতিতে নেমেছে বিজেপি শিবির। মানুষ ওদের জিততে দেয়নি বলেই, ওরা অন্য পথ অবলম্বন করছে। যাঁরা টাওয়ালে হাত মুড়ে টাকা নিয়েছেন, টিভিতে সব দেখা গেলেও চার্জশিটে তাঁদের নাম নেই। এই রাজনীতি কিছুতেই মানা যায় না। বিজেপির সর্বভারতীয় কোন নেতাকে যদি আমার সঙ্গে ৫ মিনিটের জন্য বসিয়ে দেওয়া হয়, তাহলে আমি দেখিয়ে দেব গত ৫ বছরে কোন কেন্দ্রীয় সংস্থা ঠিক কীভাবে কাজ করেছে’।