কৃষক আন্দোলন কভার করতে যাওয়া মহিলা সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার, ভাইরাল হল ভিডিও

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার উত্তর প্রদেশের মুজফরনগরে কৃষকদের মহা পঞ্চায়েত বসেছিল। সেখানে কেন্দ্রের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকরা অংশ নেন। এই মহাপঞ্চায়েতের নেতৃত্বে ছিলেন কৃষক ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত। এই মহাপঞ্চায়েত থেকে রাকেশ টিকাইত আসন্ন বিধানসভা নির্বাচনে যোগী সরকারের বিরুদ্ধে প্রচার করার ঘোষণা করেন।

তবে এই মহাপঞ্চায়েত থেকে একটি অপ্রীতিকর ঘটনাও সামনে আসে। সেখানকার রিপোর্টিং করতে যাওয়া আজতক টিভির সম্পাদিকা চিত্রা ত্রিপাঠিকে কৃষকদের ভিড় ঘিরে ফেলে এবং স্লোগানবাজি করতে থাকে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

জানা গিয়েছে যে, কৃষক আন্দোলন কভার করতে যাওয়া আজতকের সম্পাদিকা চিত্রাকে সেখান থেকে তাড়িয়েও দেওয়া হয়। এই ঘটনার কথা নিউজক্লিকের সাংবাদিক শ্যাম মিরা সিং নিজের টুইটারে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, আজতকের অ্যাংকর চিত্রা ত্রিপাঠিকে কৃষকরা তাড়িয়ে দেয়। জনতাকে আপনারা দীর্ঘদিন ধরে বোকা বানাতে পারেন না।”

তিনি আরও লেখেন, ‘রবীশ কুমার গেলে এই জনতাই ওনাকে মাথায় করে রাখত। কিন্তু গোদি মিডিয়ার অ্যাংকরকে জনতা চেনে। আপনারা স্টুডিওতে ওদের খালিস্তানি বলবেন, বিক্রিত বলবেন, চোর বলবেন। তাহলে আপনি নিজেকে আর সাংবাদিক বলতে পারবেন না। আপনি সরকারের দালাল। দালালদের নিজেদের সমাবেশ থেকে তাড়িয়ে দেওয়ার অধিকার জনতার কাছে রয়েছে।”

X