ওভালে ইংরেজদের সামনে রানের পাহাড় ভারতের, হার্দিক পান্ডিয়ার চিন্তা বাড়াল নবাগত অলরাউন্ডার

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে ওভালে ৪৬৬ রানে দ্বিতীয় ইনিংস শেষ করল ভারতীয় দল। অর্থাৎ জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ৩৬৮ রান। গতকাল রোহিত, রাহুল, পূজারা মিলে যে সুর বেঁধে দিয়েছিলেন আজ অবশ্য শুরুতে কিছুটা তাল কেটে গিয়েছিল তাতে। কারণ আজ ফের একবার ব্যর্থ হন জাদেজা এবং রাহানে। বিরাট কোহলি ৪৪ রানের ইনিংস নিয়ে লড়াই করলেও তিনি আউট হবার পর ফের একবার দ্রুত ইনিংস শেষ হয়ে যাবার আশঙ্কা তৈরি হয়েছিল।

ভারতের স্কোর তখন সব মিলিয়ে ৩১২। হাতে ছিল মাত্র চারটি উইকেট। কিন্তু প্রথম ইনিংসে সুন্দর হাফ সেঞ্চুরির পর ফের একবার দ্বিতীয় ইনিংসেও নিজের কেরামতি দেখালেন শার্দুল ঠাকুর। প্রথম ইনিংসে ৩৬ বলে তিনটি ছয় এবং সাতটি চার দিয়ে সাজানো ৫৭ রানের ইনিংস উপহার দেন তিনি। দ্বিতীয় ইনিংসে অবশ্য দরকার ছিল পান্থের সঙ্গে টিকে থেকে পার্টনারশিপ গড়ে তোলার। সেই দায়িত্বও আজ খুব সুন্দরভাবেই পালন করলেন শার্দুল। ৭২ বলে সাতটি চার এবং একটি ছয় দিয়ে সাজালেন নিজের ৬০ রানের ইনিংস।

যার জেরে অন্যদিকে পান্থও সুযোগ পেলেন নিজের হাফসেঞ্চুরি পূরণ করার। শার্দুলের এই গুরুত্বপূর্ণ ইনিংসের পর অনেকেই বলতে শুরু করেছেন হার্দিক পান্ডিয়ার জন্য আগামী দিনে কড়া চ্যালেঞ্জ প্রস্তুত করবেন তিনি। কারণ টেস্ট ক্রিকেটের জন্য হার্দিকের তুলনায় বোলিং অনেকটাই ভালো শার্দুলের। আর ব্যাটিংয়েও গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিচ্ছেন তিনি। তাই আগামী দিনে দলের প্রথম পছন্দ হিসেবে হার্দিককে যথেষ্ট টক্কর দিতে পারেন শার্দুল ঠাকুর অন্তত এমনটাই মত বিশেষজ্ঞদের।

Shardul Thakur

আপাতত ওভালে যে অনেকটাই এগিয়ে আছে ভারত তা বলাই বাহুল্য। কারণ এই মাঠে কখনও ২৬৩ রানের বেশি রান তাড়া করে জয় পায়নি ইংল্যান্ড। অন্যদিকে ভারতের হাতে রয়েছে এখনও চারটি সেশন। দ্বিতীয় ম্যাচেও কার্যত পিচে গোটা একটি দিন কাটাতে ব্যর্থ হয়েছিল ইংরেজ বাহিনী। এখন ওভালে কি হয় সেদিকেই তাকিয়ে থাকবে সকলে।

 


Abhirup Das

সম্পর্কিত খবর