এখনই গ্রেফতার করা যাবে না, সুভেন্দু অধিকারী পেলেন বড়সড় রক্ষা কবজ

বাংলা হান্ট ডেস্কঃ সকালেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ভবানী ভবনে তলব করেছিল সিআইডি। কিন্তু সিআইডির সঙ্গে দেখা করেননি শুভেন্দু। একদিকে যেমন মেইল পাঠিয়ে জানিয়েছেন, রাজনৈতিক কর্মসূচিতে এখন ব্যস্ত তিনি তাই হাজিরা দিতে পারবেন না তেমনি অন্যদিকে দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টের। এবার কার্যত শুভেন্দু অধিকারীর পক্ষেই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টও।

শুভেন্দু হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সাথে সাথেই মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়, এখনই সিআইডির তলবে হাজিরা দেওয়ার কোন দরকার নেই তার। পরবর্তীক্ষেত্রে দুপুর দুটো নাগাদ শুনানি শুরু হলে বিচারপতি এও সন্দেহ প্রকাশ করেছেন, এ ধরনের ঘটনা রাজনৈতিক প্রতিহিংসার জেরে ঘটানো হচ্ছে না তো? সিআইডিকেও নির্দেশ দেওয়া হয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে মামলা রয়েছে তাতে এখনই তাকে গ্রেফতার করতে পারবে না রাজ্যের গোয়েন্দা দপ্তর।

পাশাপাশি এদিন হাইকোর্টের নির্দেশ, অন্তরবর্তীকালীন ভাবে তাঁর বিরুদ্ধে তিনটি মামলার তদন্তও বন্ধ থাকবে। শুধু তাই নয় বিরোধী দলনেতার সুবিধামতই তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে বলেও জানিয়েছে আদালত। একইসঙ্গে বলা হয়েছে এরপর যদি শুভেন্দুকে গ্রেপ্তার করতে হয় সে ক্ষেত্রে হাইকোর্টের কাছে বিশেষ পারমিশন নিতে হবে সিআইডিকে। এক্ষেত্রে একটি যুক্তি খাড়া করেছে বিজেপি শিবিরও। তাদের মতে, মামলাটি তো কলকাতা হাইকোর্টে চলছেই আলাদা করে শুভেন্দু অধিকারীকে ভবানী ভবনে ডেকে পাঠানো নিরর্থক।

bbvbvvb

তবে সিআইডি অবশ্য জানিয়েছে, আজ তাদের তলবে শুভেন্দু হাজির হননি ঠিকই, কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রয়োজন হলে আবার তাকে নোটিশ পাঠানো হতে পারে। সব মিলিয়ে শুভেন্দু অধিকারী এবং সিআইডির পরবর্তী রণনীতি এখন কি হয় সে দিকেই নজর থাকবে সকলের।

 

Abhirup Das

সম্পর্কিত খবর