বাংলা হান্ট ডেস্কঃ শার্দুল ঠাকুর এবং পান্থের হাত ধরে গতকাল ৪৬৬ রানে দ্বিতীয় ইনিংস শেষ করলেও ওপেনিংয়ে যথেষ্ট ভালো ব্যাটিং করে আশা জাগিয়ে রেখেছিল ইংল্যান্ড। বিনা উইকেটে ৭৭ রানে দিন শেষ করে কার্যত সেশনটি জিতে নিয়েছিল তারা। শুরুটা ভাল হয়েছিল আজ সকালেও। ১২৪ বলে নিজের অর্ধশত রান পূর্ণ করেছিলেন ররি বার্ন্স। অন্যদিকে অর্ধশতরান পেয়েছিলেন সতীর্থ ওপেনার হাসিব হামিদও।
কিন্তু ৫০ রানে ররিকে ফিরিয়ে শার্দুল ঠাকুর এই গুরুত্বপূর্ণ পার্টনারশিপ ভেঙে দেওয়ার পর কার্যত এক ব্যাটিং ধ্বসের শিকার হয় ইংল্যান্ড। মায়াঙ্ক আগারওয়াল এবং পান্থের যুগলবন্দিতে মাত্র ৫ রানেই রানআউট হন ডেভিড মালান। চাপের মুখে পড়ে ৬৩ রানের মাথায় জাদেজার বলে বোল্ড হন হামিদও। এসময় ইংল্যান্ড ব্যাটসম্যানদের দরকার ছিল অধিনায়ক রুটকে সঙ্গ দেওয়ার।
কিন্তু ঠিক এই সময়ে জ্বলে ওঠেন বুমরা। প্রথমে মাত্র ২ রানেই প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করা অলি পোপকে ব্লোড করেন তিনি। তারপর একইসঙ্গে খাতা খোলার আগেই শিকার করেন জনি বেয়ারস্টোকেও। যার জেরে মাত্র ১৪৬ রানেই অর্ধেক দল খুইয়ে বসে ইংল্যান্ড। জো রুট একদিকে শিকড় গেড়ে থাকলেও অন্যদিকে কার্যত কেউই তার সঙ্গ দিতে পারেননি। এরই মাঝে ফের একবার ইংল্যান্ডকে ধাক্কা দেন রবীন্দ্র জাদেজা। বাঁহাতি মইন আলীকে খাতা খোলার আগেই প্যাভিলিয়নের রাস্তা দেখান তিনি।
বেশিক্ষণ চাপ সহ্য করতে পারেননি রুটও। ওকসকে সাথে নিয়ে কিছুটা লড়াই চালালেও শেষ পর্যন্ত 36 রানের মাথায় শার্দুলের বলে বোল্ড হন তিনিও। একদিকে ওকস ১২ রানে টিকে থাকলেও কার্যত ইংল্যান্ডের যে শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে তা বলাই বাহুল্য। এই মুহূর্তে ১৮২ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছে তারা, অন্যদিকে বাতাসে জয়ের গন্ধ পেতে শুরু করেছে বিরাট বাহিনী।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!