বাংলাহান্ট ডেস্কঃ ‘দেশের হিন্দু-মুসলমানদের পূর্বপুরুষরা এক’- এমনটাই মনে করেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত (mohan bhagwat)। মুম্বইয়ে মুসলিম বিশিষ্ট জনেদের উদ্দেশ্যে বক্তৃতায় এমনই অভিমত ব্যাখ্যা করলেন মোহন ভাগবত। তাঁর কথায়, ‘ভারতের প্রতিটি নাগরিকই হিন্দু। আক্রমণকারীদের সঙ্গেই এদেশে ইসলাম ধর্ম এসেছিল, আর এমনটাই বলে ইতিহাস’।
সম্প্রতি মুম্বইয়ে ‘রাষ্ট্র প্রথম-রাষ্ট্র সর্বোপরি’ শীর্ষক একটি আলোচনায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহন ভাগবত। সেই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান, কাশ্মীর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আটা হুসেনরাও। সেই অনুষ্ঠানেই তিনি হিন্দু মুসলিম এক বলে দাবি করেন।
বর্তমান সময়ে আফগানিস্তানের ভয়াবহ পরিস্থিতির কথা বিচার করে এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ ছিল। এখানে মোহন ভগবত আরও বলেন, ‘ভারতের প্রতিটি নাগরিকই হিন্দু। দেশের হিন্দু-মুসলমানদের পূর্বপুরুষরা এক। আমাদের পূর্বপুরুষ ও ভারতের গৌরবময় সংস্কৃতির অঙ্গ হল হিন্দু শব্দ মাতৃভূমি। সেই দিক থেকে বিচার করেই, আমি সকল ভারতীয়কে হিন্দু বলে মনে করছি। আর হিন্দুরা সকলের ভালো চায়, শত্রুতা করে না কারো সঙ্গে, এমনকি ভিন্নমতের অনাদরও করে না। আর আক্রমণকারীদের সঙ্গেই এদেশে ইসলাম ধর্ম এসেছিল’।
পাশাপাশি আফগানিস্তানের কথা স্মরণ করিয়ে তিনি শিক্ষিত মুসলিম সমাজকে এগিয়ে আসার অনুরোধ করে বলেন, ‘শিক্ষিত মুসলিম সমাজকে সক্রিয় ভূমিকা নিয়ে, কট্টর মনোভাবকে দূর করতে হবে। তবেই সব স্বাভাবিক থাকবে’।
তবে সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের এমন বক্তব্য এই প্রথমবার নয়। পূর্বেও তিনি একবার দাবি করেছিলেন, ভারতের হিন্দু ও মুসলমানদের ডিএনএ একই, কোন পৃথক কিছু নয়। তাঁর সেই বক্তব্য ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছিল।