শার্দূল, রোহিত নয়! এই ভারতীয় খেলোয়াড়ের জন্য হেরেছে ইংল্যান্ড, বললেন জো রুট

বাংলা হান্ট ডেস্কঃ লর্ডসের পর ওভালেও ফের একবার রুট বাহিনীকে বিধ্বস্ত করে সিরিজে লিড নিয়েছে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে কার্যত ২-১ ফলাফলে সিরিজে এগিয়ে বিরাটরা যার ফলে এখান থেকে সিরিজ হার কখনোই সম্ভব নয়। এই টেস্টে শুরুতে অবশ্য যথেষ্ট পিছিয়ে পড়েছিল ভারতীয় দল, বিশেষত প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অলআউট হওয়ার পর ম্যাচে ফিরে আসা ছিল রীতিমতো কঠিন। এমনকি ব্যাট করতে নেমে ৯৯ রানের গুরুত্বপূর্ণ লিডও তুলে নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু তার পরেও রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, শার্দুল ঠাকুর, ঋষভ পান্থদের হাত ধরে সেকেন্ড ইনিংসে ৪৬৬ রান সংগ্রহ করে ভারত।

একইভাবে বল হাতেও কামাল করেন শার্দুল ঠাকুর। ইংল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই উইকেট ররি বার্ন্স এবং জো রুটকে প্যাভিলিয়নের রাস্তা দেখান তিনি। উভয় ইনিংসে হাফ সেঞ্চুরি এবং তিনটি উইকেট তাকে যে ম্যান অফ দ্যা ম্যাচের দাবিদার করে তুলেছিল এ নিয়ে কোন সন্দেহ নেই। যদিও দুরন্ত সেঞ্চুরির কারণে ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে বেছে নেওয়া হয় রোহিত শর্মাকে। কিন্তু ইংল্যান্ড অধিনায়ক রুটের মতে শার্দুল কিম্বা রোহিত নয় ইংল্যান্ডের জন্য সবথেকে বেশি ত্রাস হয়ে উঠেছিলেন জাসপ্রিত বুমরা।

রুট বলেন, ম্যাচের শেষ দিনে লাঞ্চের বিরতির পর যে স্পেলটি ভারতকে উপহার দিয়েছিলেন বুমরা গোটা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। প্রসঙ্গত জানিয়ে রাখি এই ম্যাচে অলি পোপ এবং জনি বেয়ারস্টোকে বোল্ড করে মিডল অর্ডারের কোমর ভেঙে দিয়েছিলেন বুমরা। সে কথাই মনে করিয়ে দিয়ে রুট আরও বলেন, “ভারতকে ক্রেডিট দেওয়া উচিত, যেভাবে তারা বল রিভার্স সুইং করেছিল মূলত সেটাই ম্যাচের মানচিত্র বদলে দেয়।” রুটের মতে, “এই ম্যাচ থেকে কিছু না পাওয়াটা হতাশাজনক। আমরা ভেবেছিলাম আমাদের জেতার সুযোগ আছে। তবে আমাদের আরও বেশি লিড নিতে হতো।” ইংল্যান্ড অধিনায়ক জানান ১০০ নয় অন্তত ২০০ রানের লিড দরকার ছিল ভারতকে চাপে ফেলার জন্য।

bumrah test getty new 1610605827615 1610605840786 1

ইংল্যান্ডের বিরুদ্ধে জয় কার্যত বলা যায় একটি দলগত প্রয়াস। জাসপ্রিত বুমরা, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব বল হাতে প্রত্যেকেই নিজের নিজের ভূমিকা সুন্দরভাবে পালন করেছেন। একদিকে যেমন দুই ইনিংস মিলিয়ে উমেশ তুলে নিয়েছেন ৬ উইকেট, অন্যদিকে তেমনি বুমরা এবং জাদেজা চারটি করে, শার্দুল ঠাকুর তিনটি এবং মোহাম্মদ সিরাজ একটি উইকেট তুলে নিয়েছেন দুই ইনিংস মিলিয়ে।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর