পূজারাকে রক্তচক্ষু দেখানো খেলোয়াড়কে কাঁদিয়ে ছাড়লেন উমেশ যাদব, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়

বাংলা হান্ট ডেস্কঃ ৫০ বছর পর ফের একবার ওভাল টেস্টে দুরন্ত জয় তুলে নিয়েছে ভারত। প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অলআউট হয়ে যাবার পরেও ম্যাচে অসাধারণ কামব্যাক করেছে তারা। ৯৯ রানে পিছিয়ে পড়ার পরেও দ্বিতীয় ইনিংসে ৪৬৬ রানের পাহাড় প্রমাণ স্কোর খাড়া করে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ৩৬৭ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল বিরাট বাহিনী। যা তাড়া করতে গিয়ে ২১০ রানেই ভেঙে পড়ে ইংল্যান্ড। বোলার হিসেবে ভারতের হয়ে দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ ছয় উইকেট তুলে নেন উমেশ যাদব।

কার্যত এটা ছিল উমেশের কামব্যাক টেস্ট। ৯ মাস আগে শেষবার অস্ট্রেলিয়ায় ভারতীয় জার্সিতে খেলেছিলেন তিনি। আর ফিরে এসেই ফের একবার এই বোলার বুঝিয়ে দিলেন কেন তিনি ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য সদস্য। বিশেষত প্রথম ইনিংসে যেভাবে রুটকে বোল্ড করেন তিনি তা দেখে যে কেউ উচ্ছ্বসিত হয়ে উঠবে। একজন জোরে বোলারের স্বপ্নের ডেলিভারি এই ধরনের একটি বল। একইরকম দুর্দান্ত ফর্মে তিনি বজায় রেখেছিলেন দ্বিতীয় ইনিংসে পুরনো বল হাতেও। কার্যত তার সামনে ক্রিস ওকস, ক্রেগ ওভারটন কিম্বা জিমি অ্যান্ডারসন কেউই রেহাই পাননি।

মঙ্গলবার যেভাবে তিনি বোল্ড করেন ওভারটনকে, তা ছিল ব্যাটসম্যানের কাছে রীতিমতো যন্ত্রণাদায়ক। উমেশের বল সোজা এসে আছড়ে পড়ে ওভারটনের কনুইতে এবার তারপর তা ভেঙে দেয় উইকেট। যন্ত্রণায় রীতিমতো কুঁকড়ে গিয়েছিলেন এই ইংরেজ বোলার। এমনকি মাঠ থেকে বেরিয়ে যাবার সময়ও তার সঙ্গে দেখা গিয়েছিল ফিজিওকে। আগামী টেস্টে ওভারটন আদৌ ইংল্যান্ডের হয়ে মাঠে নামতে পারবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন।

প্রসঙ্গত উল্লেখ্য, ম্যাচের দ্বিতীয় ইনিংসে চেতেশ্বর পূজারার বিরুদ্ধে রীতিমতো রেগে উঠেছিলেন ওভারটন। একেবারে পুজারা তাকে দুটি চার মারার পর কার্যত পুজারার দিকে বল নিয়ে মারতে তেড়ে যান এই বোলার। এদিন তাকে জবাব দিলেন উমেশ যাদব, তবে মুখে রাগ দেখিয়ে নয় আগুনে বোলিংয়ের মাধ্যমে।

 

Abhirup Das

সম্পর্কিত খবর