বাংলা হান্ট ডেস্কঃ বেজে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়ে তাই সকলকে চমকে দিয়েছিল ভারতীয় দল। কিন্তু তারপর থেকে আর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি ভারত। ১৪ বছর পর কার্যত বনবাস শেষ করে ফের একবার মসনদে ফেরার সুবর্ণ সুযোগ রয়েছে মেন ইন ব্লুর আছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সমস্ত রকম দুর্যোগ। যদিও ভারত এখনও বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেনি, তবে আর কিছুক্ষণের মধ্যেই যুদ্ধ জয়ের জন্য সেই মহারথীদের বেছে নেবে বিসিসিআই।
কার্যত তার আগে এবার নিজের পছন্দের দল বাছলেন প্রাক্তন অধিনায়ক বিশ্ব বিখ্যাত ওপেনার সুনীল গাভাস্কার। সুনীলের ১৫ জনের দলে রয়েছে বেশ কিছু চমক। প্রথমত প্রত্যাশামতোই এই দলে সুযোগ পাননি শিখর ধাওয়ান। খারাপ ফর্মের কারণে আরব আমিরশাহীগামী ভারতীয় দল থেকেও বাদ পড়ার সম্ভাবনা রয়েছে তার। সুনীলও বদলে বেছে নিয়েছেন রোহিত শর্মা এবং কে এল রাহুলকে। তিন নম্বরে ব্যাটিং করার জন্য বিরাট কোহলি এবং চার নম্বরে এই প্রাক্তন মহারথীর পছন্দ সূর্য কুমার যাদব। সাধারণত এই পজিশনে শ্রেয়াস আইয়ারও একটি পছন্দ হয়ে উঠতে পারেন। তবে সুনীল বেছে নিয়েছেন সূর্যকেই।
উইকেট কিপার হিসেবে ঋষভ পান্থ এবং তারপর হার্দিক এবং ক্রুণাল দুই ভাইকেই নিজের দলে রেখেছেন গাভাস্কার। বড় চমক রয়েছে বোলিংয়েও রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর এবং যুজবেন্দ্র চাহাল মিলিয়ে মোট তিন স্পিনারকে বেছে নিয়েছেন এই প্রাক্তন তারকা। অন্যদিকে জোরে বোলার হিসেবে দলে সুযোগ পেয়েছেন দীপক, ভুবনেশ্বর, বুমরা, শামি এবং শার্দুল। অনেকেই হয়তো শার্দুল ঠাকুরকে তাদের দলে রাখতে চাননি। কিন্তু ওভাল টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করে সকলের নজর কেড়ে নিয়েছেন এই ভারতীয় বোলার। এছাড়া ব্যাট হাতেও বেশ উপযোগী তিনি। আর সেই কারণেই সুনীল বেছে নিয়েছেন তাকে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এবারও দলে সুযোগ পেলেন না রবীচন্দ্রন অশ্বিন। যদিও টি-টোয়েন্টি ক্রিকেটে তার পারফরম্যান্সেরর সাক্ষী দেয় আইপিএলই।
গাভাস্কারের বেছে নেওয়া দলঃ
রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), কে এল রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ (উইকেট কিপার), হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, শার্দুল ঠাকুর এবং যুজবেন্দ্র চাহাল ।