বাংলা হান্ট ডেস্কঃ আগামী ১৩ সেপ্টেম্বর আইকোর মামলায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই-র তরফ থেকে। তবে এই প্রথম না, এর আগেও পার্থবাবুকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল সিবিআই। পুজো কমিটির আর্থিক লেনদেনের বিষয়ে এর আগে জাহিরা দিতে বলা হয়েছিল পার্থবাবুকে। যদিও, সেই সময় তিনি ব্যস্ততার কথা বলে সিবিআই-র সামনে হাজিরা দেননি তিনি।
নাকতলার উদয়ন সঙ্ঘের পুজো কমিটির সভাপতি পদে রয়েছেন তৃণমূলের মহাসচিব। ওই কমিটির আর্থিক লেনদেন নিয়েই পার্থবাবুকে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই-র আধিকারিকরা। এই নিয়ে দু’বার পার্থবাবুকে নোটিশ পাঠাল সিবিআই। অভিযোগ, আইকোর চিটফান্ড সংস্থা থেকে নাকতলার ওই পুজো কমিটিতে টাকা পাঠানো হয়েছিল।
কদিন আগেই ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের ঘোষণা করা হয়েছে। আর এই ঘোষণার পর পার্থ চট্টোপাধ্যায়কে কেন্দ্রীয় সংস্থার তলব নিয়ে রাজনৈতিক মতবিরোধ সামনে আসতে পারে। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা কাণ্ডে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন।
এছাড়াও রাজ্যে কেন্দ্রীয় সংস্থার তৎপরতও বেড়েছে। কয়লা, পিনকন সহ বিভিন্ন মামলায় তদন্ত চলছে। পাশাপাশি রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলাতেই তদন্ত চালাচ্ছে সিবিআই। আর এরই মধ্যে তৃণমূলের মহাসচিবকেও ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্থা।