চুলের মাঝে উঁকি দিচ্ছে আপনার ফাঁকা টাক! ব্যবহার করুন এই বিশেষ উপাদান, চুটকিতেই পেয়ে যাবেন সমাধান

বাংলাহান্ট ডেস্কঃ কেশ মানুষের জীবনের খুবই সৌখিন এবং গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে। লম্বা এবং ঘন চুল (hair) পছন্দ করেন না, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও মনে হয় এমন মানুষ পাওয়া যাবে না। কিন্তু অনেকেই আছেন, সুন্দর লম্বা ঘন কালো চুল তো পছন্দ করেন, কিন্তু আয়নার সামনে দাঁড়ালে, চুলের পরিবর্তে নিজের টাক দেখতে পান!

68738765

চিন্তার কোন কারণ নেই, আপনার ঘরেই রয়েছে এমন এক উপাদান, যা দিয়ে অনায়াসেই আপনি পেতে পারেন ঘন কালো লম্বা চুল। শুধুমাত্র সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে হবে এই উপাদান, তাহলে চুটকিতেই পেয়ে যাবেন পছন্দ সই চুলের বাহার।

peaj 1 20190505120429

তেল তৈরির পদ্ধতিঃ
প্রথমে বেশ কয়েকটি পেঁয়াজ (onion) নিয়ে ভালো করে পরিস্কার করে তার রস করে নিন। তারপর একটি পাত্রে পরিমাণ মত নারকেল তেল এবং করে রাখা পেঁয়াজের রস একসঙ্গে ভালো করে মিশিয়ে গরম করে নিন।

long beautiful hair

এরপর সেই মিশ্রণ ঠান্ডা হলে তা ভালো করে ছাঁকনি বা কাপড় দিয়ে ছেকে পরিস্কার তেল বের করে নিন। যত্ন করে রেখে দিলে, এই তেল আপনি ছয়মাস অবধি ব্যবহার করতে পারবেন। সম্ভব হলে এই মিশ্রণে পাঁচ ফোঁটা টি ট্রি অয়েলে মিশিয়ে নিতে পারেন।

0927796c3e4b102f5d94d4cf50cdd51fa00ce719faba900abd8677bb0cbd4f1c

তেল ব্যবহারের পদ্ধতিঃ
এই তেল মাথার মাখার সময় দুভাগে চুল ভাগ করে নিয়ে, চুলের গোড়ায় ভালো করে তেল মাখিয়ে নিন। অল্প তেল হাতে নিয়ে ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। এরপর কিছুক্ষণ রেখে প্রায় ৩০ মিনিট পর ভাল করে শ্যাম্পু দিয়ে ধুরে নিন। এই ভাবে ছয়মাস টানা করলেই, ফল পাবেন হাতেনাতে।

Smita Hari

সম্পর্কিত খবর