বাংলাহান্ট ডেস্কঃ বুধবার সকাল ৬ টা বেজে ৩২ মিনিট নাগাদ বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের (arjun singh) বাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়ে পালায় বেশ কয়েকজন দুষ্কৃতী। সেই সময় সাংসদ বাড়িতে না থাকলেও, দিল্লী থেকে দ্রুতই ফিরে আসেন। তবে বাড়ি আসার আগে কলকাতায় এক বৈঠক সেরে তারপর বাড়ি ফেরেন তিনি।
বিজেপি সাংসদের বাড়িতে এই বোমাবাজির ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলার উপর প্রশ্ন তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আবার এই ঘটনায় অভিযোগের আঙ্গুল তৃণমূলের দিকে তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সামনেই রয়েছে উপনির্বাচন, তার আগে অর্জুন সিং-র বাড়িতে বোমাবাজি। সব মিলিয়ে বেশ সরগরম বঙ্গ রাজনীতি। এরই মধ্যে দিল্লী থেকে ফিরে কলকাতায় এক মিটিং সেরে অর্জুন সিং বলেন, ‘এখানে কাউকে দোষ দিয়ে লাভ নেই। নবান্ন থেকে নির্দেশ দিয়ে পুলিশকে কাজ করতে দেওয়া হছে না। বিজেপি কর্মীদের বাড়ি লুঠ করা হচ্ছে, চাকরি খেয়ে নেওয়া হচ্ছে’।
সামনেই উপ নির্বাচনের এক গুরু দায়িত্ব রয়েছে আবার অর্জুন সিং-র উপরই। সেবিষয়ে তিনি বলেন, ‘মমতা ব্যানার্জী তো নন্দীগ্রামে গিয়ে হেরেছেন, উনি হারেননি এমন তো নয়। ভবানীপুরেও যে হারবেন না, তার কিন্তু কোন মানে নেই। দল আমাকে দায়িত্ব দিয়েছে, আমি বাড়ির ঝামেলা সত্ত্বেও, কলকাতায় এসে মিটিং করে তারাপর বাড়ি ফিরেছি। আমি জানি ওখানে কাজ করতে গেলে আমরা মার খাব, কর্মীরা জেল যাবে, তা সত্ত্বেও আমরা লড়ে যাব। কারণ সিপিএম, কংগ্রেস তো নেই, তাই আমরাই লড়ব, আমরাই জিতব এবং আমরাই জেতার জন্য লড়াই করব’।