শেষ টেস্টের আগে ভারতের জন্য বড় সুখবর, ম্যানচেস্টার পিচ হতে পারে ব্যাটিং সহায়ক

বাংলা হান্ট ডেস্কঃ ওভালে ৫০ বছর পর জয় তুলে নেওয়ার সাথে সাথেই এই মুহূর্তে সিরিজে ২-১ ফলাফলে এগিয়ে গিয়েছে ভারতীয় দল। যার জেরে এখন ম্যানচেস্টার টেস্ট ড্র করতে পারলেই সিরিজ জয়ের স্বপ্ন সম্পূর্ণ হবে ভারতীয় দলের। প্রসঙ্গত, ওভালে প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অলআউট হওয়ার পরেও ব্যাট এবং বল দুই ক্ষেত্রেই দুরন্ত কামব্যাক করেছিল ভারতীয় দল। শেষ পর্যন্ত ১৫৭ রানে ম্যাচ জিতে নেয় তারা।

এরই মাঝে এবার সামনে এলো ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড গ্রাউন্ডের একটি ছবি। যা দেখে আশা জাগতে শুরু করেছে সমর্থকদের মনে কারণ বিসিসিআইয়ের শেয়ার করা এই ছবিতে দেখা যাচ্ছে ওল্ড ট্রাফোর্ডের আবহাওয়া অত্যন্ত সুন্দর টেস্ট ক্রিকেটের জন্য। রোদ ঝলমলে আকাশে বৃষ্টির চিহ্নমাত্র নেই। সমর্থকদের জন্য এটি আশার খবর। অন্যদিকে দূর থেকে হলেও পিচ দেখে মনে হয়, তাতে তেমন ঘাস নেই। অর্থাৎ ব্যাটিংয়ের জন্য ভালোই হবে এই পিচ এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে পিচ দেখে আশা জাগলেও এই মুহূর্তে ম্যানচেস্টারের পরিসংখ্যান দেখে কিছুটা হতাশ হতে হতে পারে সমর্থকদের। ম্যানচেস্টারে এ পর্যন্ত মোট নয়টি টেস্ট ফেলেছে ভারত। জয় আসেনি একটিতেও, বরং চারবার ইংল্যান্ডের কাছে পরাজয় স্বীকার করতে হয়েছে তাদের। বাকি পাঁচটি টেস্ট ম্যাচ ড্র করেছে ভারতীয় দল। অন্যদিকে শেষবার এই মাঠে ভারত খেলেছিল ২০১৪ সালের সফরে। সেখানেও এক ইনিংস এবং ৫৪ রানে হারতে হয়েছিল ভারতীয় দলকে।

https://twitter.com/BCCI/status/1435521107365404675?s=19

তবে ম্যানচেস্টারে পরিসংখ্যান খুব আশাব্যঞ্জক না হলেও এই মুহূর্তে ভালো ফর্মে রয়েছে ভারতীয় দল। সাথে রয়েছে জয়ের আত্মবিশ্বাসও। যদিও ইংল্যান্ড যে মরিয়া কামড় দেবার চেষ্টা করবে এ নিয়ে কোন সন্দেহ নেই এবং ম্যানচেস্টারে তাদের পরিসংখ্যানও যথেষ্ট আশাব্যঞ্জক। এই গ্রাউন্ডে মোট ৮১ টি ম্যাচ খেলেছে ইংরেজ বাহিনী। যার মধ্যে ৩১ টি জয় ও ৩৫ টি ম্যাচ ড্র করেছে তারা। হেরেছে মাত্র ১৫ বার। তাই ম্যানচেস্টার টক্কর যে সেয়ানে সেয়ানে এ নিয়ে কোন সন্দেহ নেই।

 

Abhirup Das

সম্পর্কিত খবর