হিন্দুত্ব নিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণ তৃণমূলের, দিলীপ বললেন ওদের থেকে শিখব না

বাংলাহান্ট ডেস্কঃ মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুজো কমিটিগুলোকে আবারও ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করে রাজ্য সরকার। সঙ্গে পুজো বিষয়ক একাধিক বিভাগে নানা ছাড়ের ঘোষণাও করা হয়। আর এই বিষয়কে কেন্দ্র করে, নির্বাচনের পূর্বে ক্লাবগুলোকে অনুদান না ঘুষ দেওয়া এই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের কাছে নালিশ করেছিল গেরুয়া শিবির। এবার বিজেপির (bjp) এই অস্ত্রেই তাঁদের ঘায়েল করল তৃণমূল।

বিজেপির এই নালিশ করাকে কেন্দ্র করে, বাংলায় বিজেপির হিন্দুত্ব বিরোধিতা নিয়ে সরব হয়েছে সবুজ শিবিরের নেতৃত্বরা। স্যোশাল মিডিয়ায় একের পর এক তোপ দাগতে থাকেন ঘাসফুল শিবিরের নেতৃত্বরা। যে তালিকায় ছিলেন পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে মুকুল রায়ও। যার ফলে নিজেদের করা অভিযোগ এইভাবে ঘুরিয়ে নিজেদেরে দিকে আসতে, কিছুটা অস্বস্তিতে পড়েছে বিজেপি শিবির।

সর্বজনীন দুর্গাপুজো বানচাল করতে চাইছে বিজেপি, এই অভিযোগে তৃণমূলের (tmc) পক্ষ থেকে এক ট্যুইট করে বলা হয়, ‘হিন্দুত্বকে কোনভাবেই বোঝে না হিন্দু সংস্কৃতি ও মূল্যবোধের স্বঘোষিত ধারক বাহকরা। ভুলে গিয়েছে হিন্দুদের উৎসবকে সম্মান করতেও। মা দুর্গা এবং বাংলার ঐতিহ্য সম্পর্কে তাঁদের যে শ্রদ্ধা রয়েছে, তা প্রকাশ হয়ে গেল। এটা খুবই লজ্জাজনক’। এরপর থেকেই স্যোশাল মিডিয়ায় হ্যাশট্যাগ ‘বিজেপি ইনসাল্ট মা দুর্গা’ শুরু করে তৃণমূলের নেতা কর্মীরা।

এবিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘আমাদের জ্ঞান না দিয়ে নিজেরা ভাবুন। অতীতে আদালতেও যেতে হয়েছে বাংলায় দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য। এখন কি এসবের মধ্যে দিয়ে অতীতে করা অপমানের প্রায়শ্চিত্ত করতে চাইছে তৃণমূল শিবির?’

Smita Hari

সম্পর্কিত খবর