বাংলা হান্ট ডেস্কঃ ভারতে মার্কিন রাজদূত অতুল কশ্যপের কার্যকাল বুধবারই শেষ হয়ে যায়। আর সেই দিনই তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করেন। দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে কথা হয়। অতুল কশ্যপ রাষ্ট্র নির্মাণে আরএসএস-র বিচারধারায় প্রসন্নতা জাহির করেছেন।
কশ্যপ বলেন, মোহন ভাগবতের সঙ্গে ভারতের বৈচিত্র্য, গণতন্ত্র, অন্তর্ভুক্তিমূলক এবং বহুত্ববাদী ঐতিহ্য নিয়ে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, পারস্পরিক মূল্য কীভাবে একটি মহান রাষ্ট্রের শক্তি আর ক্ষমতা হতে পারে সেটি নিয়ে সঙ্ঘ প্রধান আমাকে জানান।
কশ্যপ মার্কিন রাজদূতের টুইটার হ্যান্ডেলে দুজনের সাক্ষাৎকারের একটি ছবি শেয়ার করেছেন।, ছবিতে দুজনকে একসঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। আরেকটি টুইটে কশ্যপ লিখেছেন, তিনি এবার ওয়াশিংটন ফিরে যাচ্ছেন।
উনি লিখেছেন, ‘আজ রাতে আমি ওয়াশিংটনে নিজের বাড়িতে ফিরছি। ভারতে আমেরিকার মিশনের প্রধান রূপে কাজ করা আমাদের জন্য গৌরবপূর্ণ আর সম্মানের ছিল। দুই দেশের মধ্যে অনেক মজবুত সম্পর্ক রয়েছে। আর এটা স্থায়ী থাকবে।”
Good discussion with @RSSorg Shri Mohan Bhagwat about how India's tradition of diversity, democracy, inclusivity, and pluralism can ensure the vitality and strength of a truly great nation. pic.twitter.com/FB5gizzFuI
— U.S. Ambassador Eric Garcetti (@USAmbIndia) September 8, 2021
কাশ্যপের সঙ্গে ভাগবতের সাক্ষাৎ এমন সময় হল, যখন সঙ্ঘ প্রধান তুমুল চর্চার মধ্যে রয়েছেন। মোহন ভাগবত সম্প্রতি বলেছিলেন, হিন্দু আর মুসলিমদের পূর্বপুরুষ একই। প্রতিটি ভারতীয় হিন্দু। বুদ্ধিদীপ্ত মুসলিম নেতাদের কট্টরপন্থীদের বিরুদ্ধে এক হয়ে দাঁড়াতে হবে। হিন্দু শব্দ মাতৃভূমি, পূর্বপুরুষ আর ভারতীয় সংস্কৃতির সমতুল্য। এটা অন্য বিচারধারার অপমান নয়।