বাংলাহান্ট ডেস্ক: সত্যি হল গুঞ্জন। শেষমেষ বড়পর্দায় আসছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (sourav ganguly)। অর্থাৎ বাঙালির প্রিয় ‘দাদা’র বায়োপিক। অনেকদিন ধরেই কানাঘুঁষো শোনা যাচ্ছিল বলিউডে তৈরি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের জীবনীচিত্র। তবে সরাসরি উত্তর না দিলেও এড়িয়েও যাননি দাদা। অবশেষে সবুজ সংকেত মিলল তাঁর কাছ থেকে। এবারে নিজেই নিজের বায়োপিকের কথা ঘোষনা করলেন সৌরভ।
মঙ্গলবার লভ ফিল্মসের সঙ্গে বায়োপিকের চুক্তিতে সই করেছেন তিনি। সুখবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটের ‘মহারাজ’ লেখেন, ‘ক্রিকেট আমার জীবন, এটা আমায় আত্মবিশ্বাস দিয়েছে, মাথা উঁচু করে চলতে শিখিয়েছে। উপভোগ করার মতোই একটা সফর। আমার এই সফরের উপরেই একটি বায়োপিক তৈরি করছে লভ ফিল্মস এবং বড়পর্দায় ফুটিয়ে তুলতে চলেছে আমার জীবন।’
জানা যাচ্ছে, বলিউডে হিন্দিতে তৈরি হতে চলেছে এই ছবি। আপাতত সৌরভ খুবই ব্যস্ত। আগামী বছর কাতার ক্রিকেট বিশ্বকাপ, আসন্ন ‘দাদাগিরি’র শুটিং পর্ব সব মিলিয়ে দম ফেলার ফুরসত নেই তাঁর। তাই সৌরভের হয়ে তাঁর দীর্ঘদিনের বন্ধু তথা ক্রিকেটার সঞ্জয় দাস হয়েছেন বায়োপিকের মুখ্য উপদেষ্টা।
https://twitter.com/SGanguly99/status/1435860625956081668?s=19
এর বাইরে এখনো পর্যন্ত সৌরভের বায়োপিক সম্পর্কে কিছুই জানায়নি ছবি নির্মাতারা। তবে শোনা যাচ্ছে রণবীর কাপুর বা হৃতিক রোশন হতে পারেন পর্দার সৌরভ। দাদার নাকি ব্যক্তিগত ভাবে পছন্দ ঋষি পুত্র রণবীরকে। পর্দায় তিনিই হয়ে উঠুন সৌরভ এমনটাই চান বাস্তবের মহারাজ। তবে দাদা হওয়ার দৌড়ে রণবীরকে টেক্কা দেওয়ার জন্য তৈরি হৃতিক রোশনও। শেষমেষ সৌরভ কে হবেন তা তো বলবে সময়ই।
অপরদিকে গত মঙ্গলবারই দাদাগিরির নয়া সিজনের ঘোষনা সারেন সৌরভ। নেটমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন দাদা। সবুজ ব্লেজার, নীলের উপর সাদা পোলকা ডটের টাই, সাদা শার্ট এবং কালো ফ্রেমের চশমায় লেন্সবন্দি হয়েছেন তিনি। পেছনে স্পষ্ট দাদাগিরির লোগো। ক্যাপশনে সৌরভ লিখেছেন, ‘আরেকটি নতুন সিজনের সূচনা’। বেশ বোঝা যাচ্ছে দাদাগিরির নবম তম সিজন শুরুর আনুষ্ঠানিক ঘোষনা সেরেছেন সৌরভ।
ইতিমধ্যেই টিভিতেও চ্যানেলের তরফে প্রোমো দেখানো শুরু হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত দুটি প্রোমো দেখানো হয়েছে যা দেখে বোঝা যাচ্ছে, আমাদের আশেপাশের সেই সব মানুষরা যারা তথাকথিত কোভিড যোদ্ধা নন, কিন্তু এই লকডাউনে তাদের এক অন্য জনদরদী রূপ দেখা গিয়েছে তাদের কুর্নিশ জানিয়েই এই নতুন সিজন। হাত বাড়ালেই বন্ধু বাড়বে, এই মোটো নিয়েই পথচলা শুরু করছে দাদাগিরির নবম সিজন।