হাসপাতালে বোরখা পরে ঘুরছিল যুবক, জঙ্গি সন্দেহে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের আকবরপুর জেলা হাসপাতালে এক যুবক বোরখা পরে ঘুরছিল। আশেপাশের লোকজন বিষয়টি বুঝতে পারায় ওই যুবক সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু জনতা তাঁকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত যুবক কানপুরের চম্পতগঞ্জের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁর নাম রইস। অভিযুক্ত হাসপাতালের ডাক্তারের গাড়ির চালক।

বোরখা পরে হাসপাতাল চত্বরে ঘোরা রইসকে দেখে কয়েকজন মহিলার সন্দেহ হয়। এরপর তাঁরা হাসপাতালের কর্মীদের সেই কথা জানান। অভিযোগ পাওয়ার পর কর্মীরা তৎক্ষণাৎ তাঁকে ধরতে যায়, কিন্তু রইস সেখান থেকে পালানোর চেষ্টা করে। প্রথমে সে এমার্জেন্সি ওয়ার্ডে ঢুকে পড়ে। এরপর প্রাচীর টপকে পালানোর চেষ্টা করে।

হাসপাতালের কর্মী এবং বাকিরা তাঁকে জঙ্গি সন্দেহ করে চিৎকার করতে থাকে। রইস পালানোর আগেই হাসপাতালের কর্মীরা তাঁকে ধরে ফেলে আর মারধর করে। এরপর ১১২ নম্বরে ফোন করে পুলিশকে ডাকে এবং তাঁকে পুলিশের হাতে তুলে দেয়। বোরখা পরে কেন ঘুরে বেড়াচ্ছিল সে, সেটা এখনও জানা যায়নি।

Koushik Dutta

সম্পর্কিত খবর