পঞ্চম টেস্ট খেলার আগেই সিরিজ জয়ী ঘোষিত হতে পারে ভারত, প্রবল হচ্ছে ম্যাচ বাতিলের সম্ভাবনা

বাংলা হান্ট ডেস্কঃ ম্যানচেস্টারে পঞ্চম টেস্টের আগেই এবার জয়ী ঘোষিত হতে পারে ভারত। কারণ এবার সিরিজ বাতিলের সম্ভাবনা প্রবল হয়ে উঠল ইংল্যান্ডে। কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী। যার জেরে তার সাথে বেশ কিছু সাপোর্ট স্টাফদেরও আইসোলেশনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকরা। কার্যত আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল ম্যানচেস্টারে টিমের সঙ্গে থাকতে পারবেন না শাস্ত্রী বা আইসোলেশনে থাকা অন্যান্য কোচিং স্টাফরা।

এবার ফের একবার ভারতীয় দল থেকে এল দুঃসংবাদ। জানা গিয়েছে, করোনা আক্রান্ত দলের সহকারী ফিজিওথেরাপিস্ট যোগেশ পারমার। খবর অনুযায়ী, বুধবার সন্ধ্যায় তার আরটিপিসিআর টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। সহকারী ফিজিওথেরাপিস্ট হওয়ার কারনে স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের কাছাকাছি থাকেন তিনি। তাই এখন সন্ত্রস্ত গোটা দলই।

অন্যদিকে আশঙ্কার মধ্যে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও। আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে শুরু হওয়ার কথা পঞ্চম টেস্ট। ইতিমধ্যেই এই টেস্টের দল ঘোষণাও করে ফেলেছে ইংল্যান্ড। কিন্তু এই পরিস্থিতে স্বাভাবিকভাবেই ভীত সকলে। অন্যদিকে পারমারের রিপোর্ট পজিটিভ আসার পরেই বৃহস্পতিবার অর্থাৎ আজ দলের প্র্যাকটিস বাতিল করা হয়েছে। কারণ এরপরেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ আর তাই কোন ঝুঁকি নিতে চাইছে না কোন দলই।

IMG 20210909 180941

ওয়াকিবহাল মহলের মতে সিরিজ বাতিল হওয়ায় এখন কার্যত সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই এ বিষয়ে ইসিবির সঙ্গে বৈঠকও করেছে বিসিসিআই। দলের একের পর কোচ এবং সাপোর্ট স্টাফদের করোনা রিপোর্ট পজেটিভ আশায়। জানিয়ে রাখি রবি শাস্ত্রী তো বটেই করোনা রিপোর্ট পজেটিভ এসেছে বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধরেরও। তারপর এবার আক্রান্ত হলেন যোগেশ। সিরিজ বাতিল হলে অবশ্য সেভাবে কোন ক্ষতি হবে না ভারতের। কারণ ইতিমধ্যেই ২-১ ফলাফলে সিরিজে এগিয়ে রয়েছে তারা।

 

Abhirup Das

সম্পর্কিত খবর