বাংলা হান্ট ডেস্কঃ সিপিআই নেতা তথা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া কুমারের কয়েকজন কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকের পর তাঁর কংগ্রেসে যোগ দেওয়ার জল্পনা বেড়েছিল। যদিও, কানহাইয়া কুমার নিজেই সেই জল্পনায় ইতি টানেন। তিনি জানিয়েছেন, এই সমস্ত খবর সম্পূর্ণ গুজব।
কানহাইয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, আমি একজন রাষ্ট্রীয় দলের সদস্য। রাজনীতিতে থাকলে অনেক মানুষের সঙ্গেই কথাবার্তা হয়, যোগাযোগ হয়। বর্তমানে আমি দলের রাষ্ট্রীয় কার্যকারিণীতে যোগ দেওয়ার জন্য দিল্লি এসেছি।
অন্যদিকে কংগ্রেস এক নেতা জানিয়েছেন যে, কানহাইলা কুমার সম্প্রতি কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন। দুজনের বৈঠকে ভোট কুশলী প্রশান্ত কিশোর ছিলেন। যদিও, কানহাইয়া এরকম কোন সাক্ষাৎ হয়নি বলে জানিয়েছেন। তিনি বলেছেন, এগুলো সব গুজব।
উল্লেখ্য, বিগত কিছুদিন ধরে ভোট কুশলী প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগ দেওয়ার গুজনন উঠেছিল। এমনকি এই নিয়ে কংগ্রেসের বড়বড় নেতাদের মধ্যে অনেক বৈঠকও হয়েছে। যদিও, কদিন আগে প্রশান্ত কিশোরের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন যে, আপাতত পিকে রাজনীতি এবং নিজের কাজ থেকে ছুটি নিয়েছেন। আগামী বছর পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনেও তিনি কোন ভূমিকায় থাকছেন না।
পিকের ঘনিষ্ঠ সূত্র আরও জানায় যে, এই ছুটি কাটানোর পর তিনি ঠিক কবে নিজের কাজে ফিরছেন সেটা এখনও বলা সম্ভব নয়। এই খবর প্রকাশ্যে আসার পর পিকের কংগ্রেসে যোগ দেওয়ার জল্পনায় বিরাম লাগে। আর এখন পিকে-কে বাদ দিলে কেকে-র কংগ্রেসে যোগদানের জল্পনা ছড়িয়েছে।