বাংলাহান্ট ডেস্কঃ আবারও দেশজুড়ে ছড়িয়ে পড়ল বাংলার (west bengal) জয়জয়াকার। তিলোত্তমার সম্মান অক্ষুণ্ন রেখে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় প্রথম দশে জায়গা করে নিল কলকাতার দুই সেরা বিশ্ববিদ্যালয়। ‘ইন্ডিয়া র্যাঙ্কিং ২০২১’-এর প্রথম দশেই রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় (calcutta university) এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় (jadavpur university)।
ন্যাশনাল ইন্ডিয়ান র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ-র এই তালিকায় কলকাতা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে হাড্ডাহাড্ডি টক্কর চলছে বেশ কয়েকবছর ধরেই। একবার কলকাতা এগিয়ে গেলে, পরেরবার নিজের জায়গা বুঝে নেয় যাদবপুর।
এই তালিকায় গতবছর সপ্তম স্থানে থাকার পর, এবার চতুর্থ স্থানে উঠে এসেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। অন্যদিকে, গতবছর পঞ্চম স্থানে থাকার পর, এবার অষ্টম স্থানে নেমে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবারে এই তালিকায় যাদবপুরকে টেক্কা দিয়ে বেশ কয়েকধাপ এগিয়ে গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
এই তালিকায় প্রথম স্থান পেয়েছে ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। পরপর দুবার ৫০ তম স্থানে থাকার পর এবার ৬৪ স্থানে এসেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। আবার ৯২ থেকে সোজা ৮৫ তম স্থানে উঠে এসেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। বাংলায় এই সাফল্যে জয়জয়াকার চারিদিকে।